Madhya Pradesh

মদ-মাংসের ‘পার্টি’র টাকা নিয়ে বচসা, জবলপুরে ১৯ বছরের ভাগ্নের হাতে খুন মামা

বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক। কিন্তু আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার বাড়ির অদূরেই একটি ক্ষেত থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৭:৩৩
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক ছবি।

দীপাবলিতে মদ-মাংস কেনার টাকা নিয়ে শুরু হয় বচসা। ক্রমে তা গড়ায় হাতাহাতিতে। সেই থেকেই ভাগ্নের হাতে খুন হতে হল মামাকে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের জবলপুরে ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম মনোজ ঠাকুর (২৬)। মনোজ জবলপুরের দেউরি তাপারিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়েরা জানাচ্ছেন, বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক। আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার বাড়ির অদূরেই একটি ক্ষেত থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনায় মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত।

প্রাথমিক তদন্তে উঠে আসে, শেষ বার ১৯ বছর বয়সি ভাগ্নের সঙ্গে চারগাওয়ান বাজার চত্বরে দেখা গিয়েছিল ওই যুবককে। এর পরেই ভাগ্নেকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতেই জানা গিয়েছে, বাজার থেকে ৬০ টাকা দিয়ে মুরগির মাংস এবং ৩৪০ টাকার মদ কিনেছিলেন দু’জনে। কিন্তু এর পরেই মদ এবং মাংস কেনার টাকা নিয়ে বচসা হয় মামা-ভাগ্নের। ক্রমে তা হাতাহাতির আকার নেয়। তখনই আচমকা রাগের মাথায় মামাকে খুন করে বসেন ওই তরুণ। ধৃত তরুণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। কী ভাবে ওই ঘটনা ঘটল, কিংবা খুনের নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কি না, সে সব খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement