Uttar Pradesh

প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের বরাত প্রেমিকের, ভুল করে ভিন্ন ব্যক্তিকে খুন করলেন ‘সুপারি কিলার’

পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনার তদন্তে তিন জনকে গ্রেফতার করেছে। তদন্তকারী অফিসার রবিনা ত্যাগী জানান, গত ৩০ ডিসেম্বর লখনউয়ের মাধেগঞ্জ থেকে একটি দেহ উদ্ধার করে পুলিশ। সেই সূত্র নতুন তথ্য মিলেছে বলে দাবি তদন্তকারীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু প্রেমের পথে বাধা প্রেমিকার স্বামী এবং বাবা। সেই রাগে তাঁদের খুনের পরিকল্পনা করেন লখনউয়ের যুবক। টাকা দিয়ে ভাড়া করেন খুনিও। কিন্তু সেই ‘সুপারি কিলারে’র ভুলে সব পরিকল্পনা ভেস্তে গেল তাঁর। ‘সুপারি কিলার’ তরুণীর বাবাকে হত্যা করলেও, দ্বিতীয় জনের ক্ষেত্রে ভুল করে ফেলেন। মহিলার স্বামী ভেবে হত্যা করেন এক ক্যাব চালককে!

Advertisement

পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনার তদন্তে তিন জনকে গ্রেফতার করেছে। তদন্তকারী অফিসার রবিনা ত্যাগী জানান, গত ৩০ ডিসেম্বর লখনউয়ের মাধেগঞ্জ থেকে একটি দেহ উদ্ধার করে পুলিশ। মহম্মদ রিজ়ওয়ান নামে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। তদন্তে নেমে এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আফতাব আহমেদ, ইয়াসির এবং কৃষ্ণকান্ত নামে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আফতাবই এই খুনের ঘটনার মূলচক্রী। রবিনা বলেন, ‘‘আফতাব এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। প্রেমিকার বাবা এবং স্বামীকে খুন করতে ইমাসিরের সঙ্গে যোগাযোগ করেন। ইমাসিরই পরিকল্পনায় কৃষ্ণকান্তকে যুক্ত করেন। ৩০ জিসেম্বর তাঁরা মাধেঞ্জে গিয়ে মহিলার বাবাকে গুলি করে খুন করেন। দ্বিতীয় জনের ক্ষেত্রে ভুল হয়ে যায়, প্রাণ যায় এক ক্যাবচালকের।’’ পুলিশ ধৃতদের থেকে দেশি বন্দুক, ১২টি তাজা গুলি, তিনটি মোবাইল এবং একটি বাইক উদ্ধার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement