Double Murder

বাড়িতে ঢুকে তরোয়াল নিয়ে দুই মহিলাকে হামলা মাদকাসক্ত যুবকের, কোপে মৃত্যু দু’জনেরই

পুলিশের প্রাথমিক অনুমান, হামলার সময় মাদকাসক্ত ছিলেন ওই যুবক। সেই অবস্থায় দুই মহিলার বাড়িতে ঢোকেন। হাতে ছিল তরোয়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১১:৫২
Share:

— প্রতীকী চিত্র।

দুই মহিলার বাড়িতে ঢুকে তাঁদের কুপিয়ে খুনের অভিযোগ। তরোয়াল দিয়ে খুনে অভিযুক্ত এক যুবক। ওড়িশার জগৎসিংহপুরের কুজাঙ্গের ঘটনা।

Advertisement

পুলিশের প্রাথমিক অনুমান, হামলার সময় মাদকাসক্ত ছিলেন ওই যুবক। সেই অবস্থায় দুই মহিলার বাড়িতে ঢোকেন। হাতে ছিল তরোয়াল। তার পর তাঁদের কোপ দেন। কেন হামলা চালানো হয়, সেই কারণ এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। অন্য জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই মহিলা প্রতিবেশী। ঘটনার পরেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে এলাকায় বার বার ঝামেলা করছিলেন ওই যুবক। সম্ভবত মাদকের প্রভাবেই এই কাণ্ড ঘটাচ্ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement