Crime News

স্কুল থেকে ফেরার সময় কিশোরী ‘প্রেমিকা’-কে কুপিয়ে খুন! শেষে চরম পদক্ষেপ কলেজ ছাত্রের

পুলিশ জানিয়েছে, যুবকের নাম কার্তিক দেবনাথ। স্থানীয় কলেজে পড়াশোনা করেন তিনি। ১৬ বছরের কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কিশোরী স্কুলে পড়াশোনা করত। স্কুল থেকে ফেরার সময় তার উপর ঝাঁপিয়ে পড়েন যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৩
Share:

—প্রতীকী ছবি।

কিশোরীকে খুন করে আত্মঘাতী এক যুবক! উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল যুবকের। কেন এই চরম পদক্ষেপ করলেন যুবক, তা এখন খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, যুবকের নাম কার্তিক দেবনাথ। স্থানীয় কলেজে পড়াশোনা করেন তিনি। ১৬ বছরের কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। কিশোরী স্কুলে পড়াশোনা করত। স্কুল থেকে ফেরার সময় তার উপর ঝাঁপিয়ে পড়েন যুবক। সব্জি কাটার ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন। তার পর সেই ছুরি বিঁধিয়ে দেন নিজের শরীরে।

কিশোরীকে সঙ্গে সঙ্গে কাঞ্চনপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, খুনের মামলা দায়ের করা হয়েছে। যদিও খুনের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement