পরিবারের লোকজন ৬৭ বছরের বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করালে সেখানে তাঁর মৃত্যু হয়। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
মদ ভেবে ভুল করে শৌচালয় পরিষ্কার করার তরল পান করেন বৃদ্ধ। তার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিযোগ, যে সময় ভুল করে ওই তরল পান করেছিলেন, সে সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন। পরিবারের লোকজন ৬৭ বছরের বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করালে সেখানে তাঁর মৃত্যু হয়। উত্তরাখণ্ডের পাউরি জেলার ঘটনা।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভগবান সিংহ। তিনি উত্তরাখণ্ডের জমনাখাল গ্রামের বাসিন্দা। তহসিলদার দিওয়ান সিংহ রাওয়াত জানিয়েছেন, রবিবার একটি বিয়েবাড়ি থেকে মত্ত অবস্থায় বাড়িতে ফিরেছিলেন তিনি। পরিবারের লোকজন জানিয়েছেন, প্লাস্টিকের বোতলে শৌচালয় পরিষ্কার করার তরল ভরে রাখা ছিল। তাতেই ঘটেছে বিপত্তি। মত্ত অবস্থায় ওই বোতলের তরলকে মদ ভেবে ভুল করে বৃদ্ধ পান করেন বলে দাবি পরিবারের।
বৃদ্ধকে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সেখানে তাঁর মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডের কিছু পাহাড়ি গ্রামে বিয়েবাড়িতে মদ নিষিদ্ধ রয়েছে। এই নীতি ভাঙলে আয়োজক পরিবারের ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ভগবানের মৃত্যুর পর সেই নিয়ম নিয়েই প্রশ্ন উঠেছে।