প্রধান অতিথির হাতে স্মারক তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানের অধিকর্তা। নিজস্ব চিত্র।
১১ বছরে পা দিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরের সমাবর্তন অনুষ্ঠান। ২০ ডিসেম্বর শিবপুরের ক্যাম্পাসে প্রতিষ্ঠানের ১,০৩১ জন স্নাতক, স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন পড়ুয়া এবং পিএইচডি প্রাপ্তদের হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়। পাশাপাশি, যাঁরা পরীক্ষায় ভাল ফল করেছেন এবং বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন, তাঁদের হাতেও মেডেল এবং শংসাপত্র তুলে দেওয়া হয়।
স্নাতক তুহিন দে-এর হাতে ডিগ্রির শংসাপত্র তুলে দেন প্রতিষ্ঠানের অধিকর্তা। নিজস্ব চিত্র।
প্রতিষ্ঠানের ইনফরমেশন টেকনোলজি বিভাগের তুহিন দে-র হাতে স্নাতক ডিগ্রির শংসাপত্র তুলে দেন আইআইইএসটি-র অধিকর্তা ভিএমএসআর মূর্তি। চলতি বছরে বিশেষ ভাবে সক্ষম ওই পড়ুয়া স্নাতক হওয়ার পাশাপাশি রাজ্য সরকারের নারী ও শিশুকল্যাণ দফতরের তরফে স্টেট অ্যাওয়ার্ড ২০২৪ পুরস্কারটি পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান পিএম প্রসাদ। এ ছাড়াও অনুষ্ঠানে শামিল হন প্রতিষ্ঠানের চেয়ারপার্সন তেজস্বিনী অনন্তকুমার, অ্যাকাডেমিক শাখার জয়েন্ট রেজিস্ট্রার এবং জনসংযোগ আধিকারিক নির্মাল্যকুমার ভট্টাচার্য-সহ বিভিন্ন বিভাগের প্রধান ও অধ্যাপকরা।
বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের অধিকর্তা। নিজস্ব চিত্র।
অনুষ্ঠান প্রাঙ্গণের বাইরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে একটি স্টল সাজানো হয়েছিল। সেই স্টলে ব্যাগ, পার্স, মোমবাতি, ধূপ, গ্রিটিংস কার্ড, গলার হার, কি-চেনের মতো একাধিক সামগ্রী রাখা ছিল। খোঁজ নিয়ে জানা গেল, প্রতিষ্ঠানের উদ্যোগে বিশেষ ভাবে সক্ষমদের হাতে তৈরি ওই সামগ্রী সকলের কাছে পৌঁছে দিতেই এই স্টলটি রাখা। এ দিন সমাবর্তনে আসা অতিথিরা এক বারের জন্য হলেও সেই স্টলে ঢুঁ মেরে যান।
বিশেষ ভাবে সক্ষমদের হাতে বানানো সামগ্রী দিয়ে সাজানো স্টল। নিজস্ব চিত্র।
বন্দে মাতরম গানে শুক্রবার সমাবর্তন অনুষ্ঠানটির সূচনা করেন প্রতিষ্ঠানের অধ্যাপক এবং পড়ুয়ারা। এর পরে আইআইইএসটি-র অধিকর্তার উদ্বোধনী বক্তৃতায় দেশ এবং বিদেশের বিভিন্ন সংস্থায় এই প্রতিষ্ঠানের কৃতীদের কাজের খতিয়ান, প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ছ’টি বিভিন্ন ক্ষেত্রে পেটেন্ট অর্জন এবং স্টার্টআপ-সহ প্রাক্তনীদের উদ্যোগে কাজের ক্ষেত্র বৃদ্ধি পাওয়ার মতো বিষয় উঠে আসে।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে প্রতিষ্ঠানের চেয়ারপার্সন তেজস্বিনী অনন্তকুমার সর্বস্তরের মানুষদের, বিশেষত নারী স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার বিষয়ে নবীন স্নাতকদের সচেতন থাকার পরামর্শ দেন। পাশাপাশি, তিনি এ-ও মনে করিয়ে দেন গবেষণা যে বিষয় নিয়েই করা হোক না কেন, তা যেন মানুষকে উপকৃত করে।
বক্তব্য রাখছেন প্রধান অতিথি কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের চেয়ারপার্সন। নিজস্ব চিত্র।
প্রধান অতিথি কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান নবীন ডিগ্রি প্রাপ্তদের পাশাপাশি উপস্থিত অধ্যাপক এবং অভিভাবকদের পরিশ্রম এবং অবদানের কথা স্মরণ করিয়ে দেন। তিনি আরও বলেন, “দেশজুড়ে বিশ্বমানের কর্মসংস্থানে কাজের সুযোগ রয়েছে। তাই পড়ুয়াদের থেমে থাকলে চলবে না। এগিয়ে যেতে হবে সম্ভাবনার দিকে।”
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠানের তরফে প্রতিটি বিভাগে সেরাদের হাতে মেডেল এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। এর পরে প্রধান অতিথি, চেয়ারম্যান এবং অধিকর্তাকে সম্মান জানান প্রতিষ্ঠানের আধিকারিকরা। ১৬৫ বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অরুণ কুমার দেব, দ্য গ্লোবাল অ্যালামনি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (গাবেসু)-র সভাপতি অমিতাভ দত্ত, মলয় নিয়োগীর মতো প্রাক্তনীরাও। তাঁরা জানিয়েছেন, ছাত্রদের তুলনায় ছাত্রীরা অনেক বেশি সফল, যা সত্যিই প্রশংসনীয়।