Hrithik Roshan

প্রেমিক আর্সলানের জন্মদিনে ভালবাসা উপুড় করে দিলেন সুজ়ান, কী প্রতিক্রিয়া দিলেন হৃতিক

হৃতিক ও সুজ়ানের বর্তমান সঙ্গী বন্ধুত্ব পাতিয়েছেন একে অন্যের সঙ্গে। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে নিন্দকেরা নানা কথা বললেও সে সব কখনওই পাত্তা দেননি তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৭:০৫
Share:

প্রাক্তন স্ত্রীয়ের প্রেমিকের উদ্দেশে কী লিখলেন হৃতিক? ছবি: সংগৃহীত।

বিবাহবিচ্ছেদ হয়েছে তা-ও প্রায় ১০ বছর। তবে বিচ্ছেদ মানেই যে তিক্ততা, সে পথে না-হেঁটে নতুন করে বন্ধুত্বের সম্পর্কে নজির গড়েছেন হৃতিক রোশন ও সুজ়ান খান। বৈবাহিক সম্পর্ক নেই, তবে সন্তানদের স্বার্থে বিচ্ছেদের পরেও বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বজায় রেখেছেন তাঁরা। একে অপরের সঙ্গীদের নিয়ে হইহুল্লোড় করেন তাঁরা। বয়সে অনেকটাই ছোট অভিনেত্রী সাবা আজ়াদের সঙ্গে হৃতিকের সম্পর্ক মায়ানগরীর অন্যতম চর্চিত বিষয়। এ দিকে বেশ কয়েক বছর ধরেই আর্সলান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন সুজ়ান। এই ক’বছরে হৃতিক-আর্সলান বন্ধুত্ব পাতিয়েছেন একে অন্যের সঙ্গে। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে নিন্দকেরা নানা কথা বললেও সে সব কখনওই পাত্তা দেননি তাঁরা। সুজ়ানের প্রেমিকের জন্মদিনে কী লিখলেন হৃতিক?

Advertisement

১৯ ডিসেম্বর ছিল সুজ়ানের প্রেমিক আর্সালানের জন্মদিন। এই দিন প্রেমিকের সঙ্গে চুম্বনরত অবস্থায় ছবি দেন সমাজমাধ্যমে। সেই ছবির ক্যাপশনে প্রেমিকের প্রশংসায় পঞ্চমুখ সুজ়ান। তিনি লেখেন, ‘‘আমি আমার এই জীবনে শুধু তোমাকেই চাই। প্রতিটা দিন তুমি আমাকে এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ করো। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমার ভালবাসা।’’ এই ছবিতে ভালবাসার প্রতিক্রিয়া জানিয়ে হৃতিক লেখেন, ‘‘ভাই আমার শুভ জন্মদিন।’’ বিচ্ছেদ মানেই পরস্পরকে দোষারোপ করা নয়, সেটাই বার বার প্রমাণ করে দিয়েছেন হৃতিক-সুজ়ান। প্রাক্তন স্ত্রীর জীবনের যে কোনও সাফল্যে বার বার অভিনন্দন জানিয়েছেন হৃতিক। বহু বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন সুজ়ান-আর্সলান। তবে তাঁদের বিয়ের এখনই কোনও সম্ভবনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement