hyderabad

Murder: ভিন্ন ধর্মে বিয়ে করায় যুবককে পিটিয়ে খুন হায়দরাবাদে

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাটিতে নিথর হয়ে পড়ে রয়েছে ওই ব্যক্তির দেহ। আঘাতকারীদের থেকে ছুটে এসে তাঁদের আটকাচ্ছেন তাঁর স্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৮:১০
Share:

প্রতীকী ছবি।

রাস্তার এক পাশে ছিটকে পড়ল মানুষটির রক্তাক্ত দেহ। তার মুখ চোখ বিকৃত হয়ে গিয়েছে। নড়াচড়াও বন্ধ। ঠিক তখনই লোহার রড নিয়ে শরীরটার উপর আরও একবার আঘাত করতে এগিয়ে এল একট মূর্তি। সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে এলেন এক মহিলা। উদভ্রান্ত ভাবে দু’হাত বাড়িয়ে বাধা দিলেন। আর এই গোটা ঘটনাটা ঘটে গেল কয়েক সেকেন্ডের মধ্যে।

হায়দরাবাদের রাস্তায় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে খুনের ঘটনাটি যা নেট মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিউরে উঠেছেন সবাই। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, সিসিটিভি ফুটেজের ওই মহিলা এবং পুরুষ এক দম্পতি। নাম অসরিন সুলতানা এবং বি নাগার্জু। তিন মাস আগে গত ১০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। পুলিশের অনুমান, আসরিনের পরিবারের সদস্যরা মুসলিম পরিবারের মেয়ের সঙ্গে হিন্দু পাত্রের বিয়ে মেনে নিতে পারেননি। তাঁরাই হামলা করে নাগার্জুর উপরে।

Advertisement

অসরিন সুলতানা এবং বি নাগার্জু ছবি: সংগৃহীত

আসরিন এবং নাগার্জুর প্রেম স্কুলের সময় থেকে। তবে তাঁরা বিয়ে করেন তিন মাস আগে। আর্য সমাজের মন্দিরে। পরিবারের অমতেই। হিন্দু পাত্রকে বিয়ে করে নিজের নামও বদলে নিয়েছিলেন আসরিন। নতুন নাম রেখেছিলেন পল্লবী।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় নাগার্জু এবং আসরিন বাড়ি থেকে বাইকে চেপে বেরিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মাঝপথে তাঁদের রাস্তা আটকে দেয় দুই ব্যক্তি। মুহুর্তের মধ্যেই লোহার রড দিয়ে এলোপাথারি মারতে শুরু করে নাগার্জুকে। আসরিনকে দেখা যায় হামলাকারীদের হাত ধরে বাধা দিতে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। লোহার রডের আঘাতে ঘটনাস্থলেই মারা যান নাগার্জু।

পুলিশ জানিয়েছে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। তাঁদের পালানোর দৃশ্যও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement