Crime

রাগের মাথায় শাড়ি দিয়ে স্ত্রীর গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের পর দেহ ঝোলালেন মত্ত যুবক

প্রায়শই মদ্যপান করে বাড়ি ফিরে অশান্তি বাধাতেন বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে যুবককে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৫:৫৫
Share:

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুবককে। প্রতীকী ছবি।

মদ্যপান করে বাড়িতে ফিরে গোলমালের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। স্ত্রী আত্মঘাতী হয়েছেন, এই তত্ত্ব প্রতিষ্ঠা করতে তাঁর দেহ সিলিং ফ্যানে ঝোলান বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। ঘটনাটি চেন্নাইয়ের আর কে নগর থানা এলাকার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ১ জানুয়ারি মদ্যপান করে বাড়িতে ফেরেন নন্দকুমার নামে ৩৩ বছরের এক যুবক। বাড়ি ফেরার পর মদ্যপান করা নিয়ে স্ত্রী ববিতার সঙ্গে তাঁর গোলমাল বাধে। মদ্যপান করে বাড়িতে প্রায়শই ওই যুবক গোলমাল বাধাতেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আত্মহত্যার হুমকি দেন যুবকের স্ত্রী।

এর পরই রাগের মাথায় স্ত্রীর গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। খুনের পর স্ত্রীর দেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে দেন তিনি। তার পর নিজেই প্রতিবেশীদের জানান যে, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।

Advertisement

ঘটনার তদন্তে নামে পুলিশ। মৃতদেহে ময়নাতদন্তের পর জানা যায় যে, মহিলাকে খুন করা হয়েছে। এর পরই ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ পর্বে তিনি খুনের কথা স্বীকার করেন। বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement