Do Not Disturb First Look

বিবাহবিচ্ছেদের আগে সম্পর্ক আর এক বার ঝালিয়ে নিতে চান প্রিয়ঙ্কা-কিঞ্জল! নতুন ছবিতে কোন চমক?

পরকীয়ায় জড়িয়েছে দু’জনে, বিচ্ছেদের আগে কোন জটিলতায় জড়ালেন প্রিয়াঙ্কা-কিঞ্জল! ঘুরতে গিয়েও শান্তি নেই। যদিও রিসর্টে এমন একজন মানুষ আসে তাদের জীবনে, যার হাত ধরে বদলে যায় দম্পতির জীবন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০৫:৫৯
Share:

চন্দন সেন, প্রিয়াঙ্কা সরকার, কিঞ্জন নন্দ অভিনীত ছবির প্রথম লুক। — নিজস্ব চিত্র।

তাঁদের বৈবাহিক জীবন ভাঙনের মুখে। দীর্ঘ দিনের দাম্পত্য জীবনে চরম বিবাদ ঝর্ণা ও কৃশানুর। অবস্থা এমন যে বিবাহবিচ্ছেদের মুখে তাঁরা। আদালতে চলছে বিবাহবিচ্ছেদের মামলা। বিচারকের নির্দেশ, ভাঙার আগে সম্পর্ক পুনরায় ঝালিয়ে নেওয়া হোক। সেই মতো গেলেন ঘুরতে। সেখানে গিয়েই জড়িয়ে পড়লেন অন্য এক ঝামেলায়।

Advertisement

প্রথম বার বড় পর্দায় জুটি বাঁধছেন কিঞ্জল নন্দ ও প্রিয়ঙ্কা সরকার। সেখানেই ঝর্ণা ও কৃশানুর চরিত্রে দেখা যাবে তাঁদের। বিয়ের বেশ কয়েক বছর পেরিয়ে প্রেম যেন ছেড়ে চলে গিয়েছে তাঁদের। একে অন্যের মধ্যে নয়, বরং তাঁরা ভালবাসা খুঁজে নিয়েছেন বাইরে। পরকীয়ায় জড়িয়েছে ঝর্ণা। অন্য দিকে, অফিসের সহকারীর সঙ্গে কৃশানুর ঘনিষ্ঠতা এগিয়েছে অনেকটাই।

পাঁচ বছরের মেয়ে রয়েছে এই দম্পতির। যদিও সম্পর্ক ভেঙে যাওয়ার আগে শেষ চেষ্টা করতে যান তাঁরা। একটি রিসর্টে গিয়েছেন জুটিতে। ঘুরতে গিয়েও শান্তি নেই। যদিও রিসর্টে এমন একজন মানুষ আসে তাদের জীবনে, যার হাত ধরে বদলে যায় দম্পতির জীবন। আর সেই ব্যক্তির চরিত্রেই দেখা যাবে চন্দন সেনকে। চলতি বছরই মুক্তি পাবে এই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement