Crime News

নর্দমায় স্ত্রীর দেহ ফেলে এসে তৃতীয় বার বিয়ে! ছয় সন্তানের সামনে থেকে গ্রেফতার যুবক

বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে রেখে বিহারে চলে গিয়েছিলেন যুবক। সেখানে আবার বিয়ে করেন। ছয় সন্তান রয়েছে তাঁর। তাঁদের সামনে থেকে যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৫:১৮
Share:

বেঙ্গালুরুতে স্ত্রীকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। —প্রতীকী চিত্র।

স্ত্রীকে খুন করে নর্দমায় দেহ ফেলে এসেছিলেন। বাড়ি ফিরে কয়েক দিনের মধ্যে আবার বিয়েও করে ফেলেন। অবশেষে গ্রেফতার করা হল সেই যুবককে। ছয় সন্তানের সামনে থেকেই তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, তিনি বেঙ্গালুরুতে দ্বিতীয় স্ত্রীকে খুন করেন। তার পর বিহারে ফিরে এসে তৃতীয় বার বিয়ে করেন।

Advertisement

বেঙ্গালুরুর সারজাপুর থানা এলাকায় কিছু দিন আগে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার নাম রুমেশ খাতুন (২২)। গত ১১ নভেম্বর তাঁকে তাঁর স্বামী গলা টিপে খুন করেন বলে জানতে পেরেছে পুলিশ। খুনের পর মহিলার হাত এবং পা তার দিয়ে বাঁধা হয়। তার পর দেহ ফেলে দেওয়া হয় নর্দমায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ নাসিম। তিনি বিহারের বাসিন্দা। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দ্বিতীয় বার বিয়ে করেন। প্রথম পক্ষের চার সন্তান ছিল তাঁর। দ্বিতীয় পক্ষে আরও দুই সন্তান হয়। এই ছয় সন্তানকে সঙ্গে নিয়ে যুবক বেঙ্গালুরুতে থাকছিলেন। স্ত্রীর সঙ্গে নিত্য অশান্তি লেগে থাকত তাঁর। নানা কারণে তাঁরা ঝগড়া করতেন। তেমনই কোনও ঝগড়ার পর রাগের মাথায় স্ত্রীকে খুন করেন যুবক। ছয় সন্তানকে নিয়ে তার পরেই চলে যান বিহারে। সেখানে কিছু দিনের মধ্যে আরও এক বার বিয়ে করেন।

Advertisement

মহিলার দেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। তাঁকে শনাক্ত করা হলে তদন্তকারীরা জানতে পারেন, তাঁর স্বামী নিখোঁজ। মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে বিহারের মুজাফ্‌ফরপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement