মুখোমুখি চিতাবাঘ এবং বিড়াল। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। সেখানে একটি বিড়ালকে তাড়া করতে গিয়ে একটি কুয়োতে পড়ে যায় চিতাবাঘটি। সেই কুয়োতে পড়েছিল বিড়ালটিও। কুয়োর মধ্যেই মুখোমুখি হয় ওই দুই প্রাণী। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। যা ইতিমধ্যেই ভাইরাল।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাশিকের একটি গ্রামে। স্থানীয়দের থেকে খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করেন চিতাবাঘকে।
নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কুয়োর মধ্যে মুখোমুখি চিতাবাঘ এবং বিড়াল। তারা দু’জনে নিজেদের থেকে কয়েক হাত দূরে বসে আছে। চিতাবাঘটি তার দিকে তেড়ে গেলেই দু’পায়ে দাঁড়িয়ে প্রতিরোধের চেষ্টা করছে বিড়ালটি। এ ভাবেই কয়েক সেকেন্ড মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গিয়েছে তাদের।
পরে বনকর্মীরা এসে উদ্ধার করেন চিতাবাঘকে। নাশিক পশ্চিম বিভাগের ডেপুটি বন্যপ্রাণ সংরক্ষক সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, ‘‘বিড়ালকে তাড়া করতে গিয়ে কুয়োতে পড়ে যায় একটি চিতাবাঘ। পরে তাকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।’’