Accident

রাস্তার গর্তে হোঁচট খেয়ে বাইক থেকে পড়ে গেলেন যুবক, পিষে দিয়ে গেল ট্রাক

উল্লাস নগর ডিভিশনের হিল লাইন থানার এক আধিকারিক জানিয়েছেন, ওই যুবকের নাম সুরজ গাভারি। রাস্তায় গর্ত এড়িয়ে চলতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সুরজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ১৭:৫৩
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

রাস্তায় খানাখন্দ। তাতে ধাক্কা খেয়ে বাইক থেকে পড়ে গিয়েছিলেন যুবক। তখনই পিছন থেকে এসে পিষে দিয়ে গেল একটি মিক্সার ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু ২৩ বছরের যুবকের। মহারাষ্ট্রের ঠাণের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হাজিমালাঙ্গ রোডে এই দুর্ঘটনা হয়েছে। তার পরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ট্রাক চালককে। উল্লাস নগর ডিভিশনের হিল লাইন থানার এক আধিকারিক জানিয়েছেন, ওই যুবকের নাম সুরজ গাভারি। রাস্তায় গর্ত এড়িয়ে চলতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সুরজ। তিনি পড়ে যান। তখনই মিক্সার ট্রাকটি তাঁকে পিষে দিয়ে চয়ে যায়।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সুরজের। তাঁর দেহ সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement