প্রতীকী ছবি।
করোনাভাইরাস নাকি ‘দৈব শাস্তি’। এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এই সব কথা বলে এক ব্যক্তি জিভ দিয়ে চাটছিলেন নোট। সেই ভিডিয়ো তিনি আপলোড করেছিলেন টিকটকে। তা ভাইরাল হতেই বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম সৈয়দ জামিল সৈয়দ বাবু। তিনি মহারাষ্ট্রের মালেগাঁওয়ের বাসিন্দা। করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো ও মানুষকে ভয় দেখানোর জন্য তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে এক পুলিশ অফিসার বলেছেন, ‘‘ভিডিয়োতে ওই ব্যক্তি বলছিলেন, করোনা অতিমারী আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। তাঁর বক্তব্য মানুষের মনে ভয়ের সঞ্চার করতে পারে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই আমরা তাঁকে গ্রেফতার করেছি। মালেগাঁওয়ের একটি আদালত তাঁকে ৭ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।’’
তবে ওই ব্যক্তি কেন নোট চাটছিলেন, তার কোনও ব্যাখ্যা কোথাও পাওয়া যায়নি।
আরও পড়ুন: লকডাউনের আবহে আমদাবাদের আবাসনে লাইভ পারফরম্যান্স
আরও পড়ুন: এক লাফে ৬০১ বেড়ে দেশে করোনা আক্রান্ত ২৯০২, মৃত্যু বেড়ে ৬৮