Maharashtra Crisis

Maharashtra Crisis: মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন বাবা, শুনে শিন্ডে কেঁদে ভাসান, ‘ফাঁস’ করলেন আদিত্য

আদিত্য বলেন, ‘‘বিদ্রোহ করে সুবিধা হবে না শিন্ডের। এটা বিদ্রোহ নয়, বিচ্ছিন্নতাবাদ। ওঁরা মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার সুযোগ নিয়েছেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২২:৪৪
Share:

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (বাঁ দিকে) ও বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডে (ডান দিকে)। ফাইল ছবি।

একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী পদে বসার প্রস্তাব দিয়েছিলেন বাবা। কিন্তু শিন্ডে কেঁদে ফেলেন। ঠিক এক মাস পর সেই ব্যক্তিই এ সব করছেন! দলীয় সমাবেশে দাঁড়িয়ে এই দাবি করলেন যুব সেনা নেতা তথা উদ্ধবপুত্র আদিত্য ঠাকরে।

Advertisement

রবিবার সান্তাক্রুজে শিবসেনার সমাবেশে আদিত্য বলেন, ‘‘গত ২০ মে, উদ্ধব ঠাকরে একনাথ শিন্ডেকে ফোন করেছিলেন। তাঁকে বাবা মুখ্যমন্ত্রী পদে বসার প্রস্তাব দেন। সেই সময় শিন্ডে নাটক করে কেঁদে ভাসান। আর ঠিক এক মাস বাদে, তিনি বিদ্রোহ করছেন!’’

এর পরই মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য বলেন, ‘‘কিন্তু বিদ্রোহ করেও বিশেষ সুবিধা করতে পারবেন না শিন্ডে। কারণ এটা বিদ্রোহ নয়, বিচ্ছিন্নতাবাদ। ওঁরা মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার সুযোগ নিয়েছেন।’’

Advertisement

এ দিকে মহারাষ্ট্রে বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছে শিবসেনা। বিজেপি শাসিত অসমের গুয়াহাটিতে বিলাসবহুল হোটেলে ঘাঁটি গেড়ে থাকা বিদ্রোহী ১৬ জন বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে। এ দিকে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে শিন্ডে শিবির। ১৫ জন বিদ্রোহী বিধায়ক আলাদা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বলেও জানা যাচ্ছে। সোমবার দুটি মামলার শুনানি হবে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চে। গুয়াহাটির বিলাসবহুল হোটেলে এই মুহূর্তে ৪০ জনেরও বেশি বিধায়ক আছেন বলে জানা যাচ্ছে।

এরই মধ্যে এনসিপি প্রধান শরদ পওয়ার বৈঠক করেন শিবসেনা, কংগ্রেস ও তাঁর দলের প্রবীণ নেতাদের সঙ্গে। হাজির ছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী বালাসাহেব থোরাট, অশোক চ্যবন, শিবসেনার অনিল পরব এবং অনিল দেশাই। বৈঠকে ছ’দিনের পুরনো বিদ্রোহ নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement