Celeb Gossip

বিয়ের আগে শোভিতার কথা মতো চলতে হচ্ছে নাগাকে! কী তথ্য জানালেন বাবা নাগার্জুন

৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিয়ো। কিন্তু নাগা চৈতন্যকে নাকি মাথা ঘামাতে বারণ করেছে শোভিতার পরিবার!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ২০:২২
Share:

(বাঁ দিক থেকে) শোভিতা ধূলিপালা, নাগার্জুন আক্কিনেনি, নাগা চৈতন্য। ছবি: সংগৃহীত।

খুব বেশি সময় নেই হাতে। আগামী ৪ ডিসেম্বর দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগার্জুন পুত্র নাগা চৈতন্য। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে এ বার শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। দক্ষিণী রীতি মেনেই হবে বিয়ের অনুষ্ঠান।

Advertisement

৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিয়ো। হায়দরাবাদের বান্জ়ারা হিল্সে ২২ একর জুড়ে অবস্থিত পারবিবারিক এই স্টুডিয়োতেই নাগা-শোভিতার বিবাহবাসর বসতে পারে। তবে গোটাটাই হবে শোভিতাদের পরিবারের নিয়মে। বিয়ের আচার অনুষ্ঠান হবে তেলুগু নিয়মে। ঘনিষ্ঠ পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব-সহ প্রায় ৩০০ জনের মতো অতিথি আমন্ত্রিত থাকছেন। খুব এলাহি আয়োজন নয় বরং পরিবারকে সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান ভীষণ ব্যক্তিগত রাখতে চাইছেন দুই পরিবার।

তবে বিয়ে নিয়ে আক্কিনেনি পরিবারকে মাথা ঘামাতে না করে দিয়েছে শোভিতার পরিবার। হবু শ্বশুর নাগার্জুন বলেন, ‘‘ওরা নাগা চৈতন্যকে বিয়ের আচার নিয়ম-কানুন নিয়ে মাথা ঘামাতে না করেছে। ওরা ওদের মতো করে করতে চায়। আমরাও খুব নিশ্চিন্ত, অনেক বড় চিন্তা নামল।’’ যদিও এই মুহূর্তে হবু বৌমা-সহ পুরো আক্কিনেনি পরিবার রয়েছে গোয়াতে। সেখানেই চলচ্চিত্র উৎসবে সপরিবারে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement