Maharashtra Crisis

Maharashtra Crisis: বিধায়ক পদ খারিজকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ শিন্ডেদের, সোমে শুনানির সম্ভাবনা

শনিবার মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার মন্ত্রী একনাথ-সহ ১৬ জন বিদ্রোহীকে তাঁদের বিধায়ক পদ খারিজের নোটিস পাঠিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ২০:৫৪
Share:

ফাইল চিত্র।

মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাডী সরকারকে বিপাকে ফেলা একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার বিদ্রোহী বিধায়কেরা এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। শনিবার মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার মন্ত্রী একনাথ-সহ ১৬ জন বিদ্রোহীকে তাঁদের বিধায়ক পদ খারিজের নোটিস পাঠিয়েছেন। বিদ্রোহীদের সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত লিখিত উত্তর দেওয়ার সময় দেওয়া হয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করলেন একনাথরা। সূত্রের খবর, সোমবার ওই মামলার শুনানি হতে পারে।

Advertisement

রাজ্যের রাজনৈতিক টানাপড়েনের মধ্যে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন শিন্ডে শিবিরের ৩৪ জন বিদ্রোহী নেতা। শনিবার সেই প্রস্তাবও খারিজ করে দিয়েছেন ডেপুটি স্পিকার। শীর্ষ আদালতে একনাথ শিবিরের পক্ষ থেকে এই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতের কাছে বিদ্রোহীদের আবেদন, নরহরি ডেপুটি স্পিকার পদে থাকবেন কি থাকবেন না, সে ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি যাতে একনাথ শিবিরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে না পারেন।

পাশাপাশি, উদ্ধব ঠাকরের শিবিরের পক্ষ থেকে বিধায়ক অজয় চৌধরিকে পরিষদীয় নেতা ঘোষণা করার সিদ্ধান্তকেও শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করেছেন বিদ্রোহীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement