ছবি- পিটিআই
সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে। পাঁচটি স্তরে রাজ্যে ‘আনলক-পর্ব’ শুরু হবে। বৃহস্পতিবার ঘোষণা করল মহারাষ্ট্র সরকার।
সংক্রমণ হার, হাসপাতালে শয্যার সংখ্যা এবং অক্সিজেন জোগানের বিষয়টি মাথায় রেখে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে মহারাষ্ট্রে। সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের যে সব জেলায় সংক্রমণ নেই বললেই চলে, সেই জেলাগুলিকে প্রথম ভাগের তালিকায় রাখা হয়েছে। ওই তালিকায় ঠাণে-সহ রয়েছে মোট ১৮টি জেলা। রাজধানী মুম্বই রয়েছে দ্বিতীয় ভাগে। সংক্রমণ হার কতটা নিয়ন্ত্রণে রয়েছে, তার ভিত্তিতেই বিভিন্ন জেলা থেকে ধীরে ধীরে তুলে নেওয়া হবে লকডাউনের বিধিনিষেধ, ঘোষণা করেন রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী। তবে আপাতত বন্ধই থাকছে ট্রেন পরিষেবা।
বুধবারের হিসেব অনুযায়ী, মহারাষ্ট্রে সংক্রমণ হার ৮০ শতাংশ কমে গিয়েছে। গত ১৮ এপ্রিল ওই রাজ্যে প্রায় ৬৯ হাজার মানুষ সংক্রমিত হয়েছিলেন। বুধবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ১৫,১৬৯।