Madhyapradesh

Viral: কাদায় ক্যাটওয়াক, প্রতিবাদ জানাতে মডেল সেজে সুন্দরীরা এ বার খানা-খন্দে

প্রতিবাদীরা বলেছেন, ‘‘এ বার আমাদের কথা যদি না শোনা হয়, তাহলে ভবিষ্যতে আমরা আর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করব না।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৬
Share:

ছবি: সংগৃহীত

রাস্তা খারাপ। বড় গর্ত চারিদিকে। তবু প্রশাসনের হুঁশ নেই। তাই অভিনব প্রতিবাদে নামলেন মধ্যপ্রদেশের ভোপালের মহিলারা। রাস্তায় খানাখন্দের মধ্যেই ক্যাটওয়াক করলেন তাঁরা। গায়ে, পায়ে কাদা মেখেই চলল ফ্যাশন শো। কেউ শাড়ি, কেউ কেতাদুরস্ত সালোয়ার পরে অংশ নিলেন আয়োজনে। কাদা মেখেই চলল ক্যাট ওয়াক।

Advertisement

ভোপালের এই অঞ্চলের নাম দানিশ নগর। এলাকায় মূলত উচ্চবিত্ত পরিবারের বাস। সাধারণত রাজ্যে বাকি শহুরে এলাকাগুলিতে রাস্তা ভালই রয়েছে। কিন্তু এই এলাকায় বছরের পর বছর রাস্তার অবস্থা বেহাল। সেই কারণেই বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছেন বলে জানিয়েছেন মহিলারা। এই কর্মসূচির আয়োজক অংশু গুপ্ত জানিয়েছেন, ‘‘আমরা সময় মতো কর জমা করি। কিন্তু তাও এই এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ হয় না।’’

তিনি আরও বলেছেন, ‘‘সরকার ও প্রশাসনের নজর কাড়ার জন্যই আমরা খানা-খন্দে ভরা রাস্তায় ফ্যাশন শো আয়োজন করেছি। আমরা চাই, আমাদের বার্তা যেন প্রশাসনের কানে পৌঁছে যায়। এ বার আমাদের কথা যদি না শোনা হয়, তা হলে ভবিষ্যতে আমরা আর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করব না।’’ যদিও স্থানীয় বিধায়ককে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement