প্রতীকী ছবি।
ঠিকমতো মাস্ক না পরার জন্য জরিমানা দিতে হল দেড় বছরের এক শিশুকে! তার অভিভাবকের কাছ থেকে এর জন্য নগদ ১০০ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। মধ্যপ্রদেশের ওল্ড গালা মান্ডির ঘটনা।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের হাউসিং বোর্ড কলোনি থেকে গাড়ি নিয়ে ওল্ড গালা মান্ডিতে ফিরছিল এক পরিবার। তাঁদের সঙ্গে ছিল দেড় বছরের এক শিশুও। গালা মান্ডি পৌঁছনোর কিছু আগে পুলিশের চেক পয়েন্টে তাঁদের গাড়ি দাঁড়ায়। তখনই ওই ঘটনা।
গাড়ির মধ্যে বসে থাকা দেড় বছরের শিশুর মাস্ক মুখে ছিল না। একটা কান থেকে ঝুলছিল। তা নজরে পড়তেই জরিমানা করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বেশির ভাগ মানুষই মাস্কের ঠিকমতো ব্যবহার জানেন না। কখনও মাস্ক কানে ঝোলে, কখনও নাকের নীচে নেমে থাকে তো কখনও থুতনিতে নামানো থাকে। এ ভাবে মাস্ক পরলে সংক্রমণের আশঙ্কা থাকে। দেশে যে ভাবে বাড়াবাড়ি শুরু করেছে অতিমারির তাতে প্রশাসনকে অনেক কড়া হতে হয়েছে। তা না হলে সংক্রমণ রোখা সম্ভব নয়। ওই পরিবারকে মাস্কের সঠিক ব্যবহার সম্বন্ধে সচেতন করার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ।