হাসপাতাল থেকে বেরনোর আগে মীরা ভট্টাচার্য। —নিজস্ব চিত্র।
হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধদেব-জায়া মীরা ভট্টাচার্য। সম্প্রতি নোভেল করোনাভাইরাসে সংক্রমিত হন তিনি। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় গত বুধবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, সোমবারই ছাড়া পাচ্ছেন মীরা। আগামী ৭ দিন তাঁকে বাড়িতেই নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত মীরার অবস্থা স্থিতিশীল। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে। স্ত্রী-র সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও করোনায় আক্রান্ত হন। তিনি এই মুহূর্তে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। এমনিতেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বুদ্ধদেবের। তবে তিনি হাসপাতালে যেতে রাজি হননি।
এমনিতে সে ভাবে বাইরে বেরোন না বুদ্ধদেব এবং মীরা। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন প্রবীণ দম্পতি। তাই করোনা পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট এলে দেখা যায় দু’জনেই সংক্রমিত।