— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বেআইনি অস্ত্র চোরাচালানের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পিতা-পুত্র। সদ্য জামিনে মুক্তিও পেয়েছিলেন। জামিন মিলতেই শুরু হয়ে গিয়েছিল উদ্যাপন। শূন্যে গুলি চালিয়ে, আতশবাজি ফাটিয়ে, উচ্চস্বরে গান বাজিয়ে ‘উৎসব’ করছিলেন শাগরেদরা। আর এর জেরেই ঘটল বিপত্তি। সদ্য জামিন পাওয়া পিতা-পুত্রকে ফের গ্রেফতার করল পুলিশ! শুক্রবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে ঘটনাটি ঘটেছে।
শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, লাগামছাড়া উদ্যাপনের জন্য নতুন মামলায় বাবা ও ছেলেকে ফের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, ধৃতদের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়িটিও আটক করা হয়েছে। পুলিশের সুপার (গ্রামীণ) রোহিত মিশ্র সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ধৃতেরা হলেন রিজওয়ান আনসারি এবং তাঁর ছেলে আদনান। তাঁরা খুর্জা নগরের শেখ সাহেবান মহল্লা এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়েছে।’’
পুলিশ জানিয়েছে, বাবা ও ছেলে— দু’জনের নামেই একাধিক ফৌজদারি মামলা রয়েছে। চলতি বছরে অস্ত্র চোরাচালানে যুক্ত থাকার অভিযোগে রিজওয়ানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হন তাঁর ছেলেও। ২৬ ডিসেম্বর জামিনে মুক্তি পেয়েছিলেন তাঁরা। খুর্জায় ফেরার পরেই শুরু হয়ে যায় উদ্যাপন। আতশবাজি, ডিজে এবং শূন্যে গুলি চালিয়ে গভীর রাত পর্যন্ত নাচগান চলে। গোপন সংবাদের ভিত্তিতে খুর্জা নগরে পৌঁছয় পুলিশের দু’টি দল। বাবা ও ছেলেকে আটক করা হয়। আটক করা হয় রিজওয়ানের গাড়িটিও। ওই গাড়ি থেকে ১০টি কার্তুজ-সহ ৩১৫ বোরের পাঁচটি পিস্তল, দু’টি ১২ বোরের পিস্তল এবং ০.৩২ বোরের আরও দু’টি পিস্তল উদ্ধার করা হয়েছে। এসপি জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই মুক্তি পাওয়ার দিনকয়েকের মাথায় ফের জেলে পাঠানো হচ্ছে তাঁদের!