BJP Leader on Alcoholism

পুরুষদের মদের আসক্তি কমাতে কী করতে হবে? বিজেপি নেতার দাওয়াইয়ে হইচই মধ্যপ্রদেশে

শুক্রবার ভোপালে মাদক বিরোধী একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী নারায়ণ সিংহ কুশওয়াহা। সেখানেই তিনি ওই মন্তব্য করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ১৪:০০
Share:

মধ্যপ্রদেশের সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী নারায়ণ সিংহ কুশওয়াহা। —ফাইল চিত্র ।

পুরুষদের মধ্যে মদের আসক্তি কমাতে কী করতে হবে বাড়ির স্ত্রী-কন্যাদের? মধ্যপ্রদেশের মন্ত্রীর পরামর্শে হইচই। শুক্রবার ভোপালে মাদক বিরোধী একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী নারায়ণ সিংহ কুশওয়াহা। সেখানেই আলোচনা চলাকালীন পুরুষদের মদে আসক্তির প্রসঙ্গ উঠে আসে। তখনই নারায়ণ মন্তব্য করেন, স্বামীদের বাইরে যেতে না দিয়ে বাড়িতেই মদ খাওয়ার কথা বলা উচিত স্ত্রীদের।

Advertisement

বিজেপি নেতা বলেন, ‘‘মা-বোনেরা যদি স্বামীদের মদ্যপান থেকে বিরত রাখতে চান, তা হলে প্রথমে তাঁদের বাইরে গিয়ে মদ খাওয়া বন্ধ করুন। তার বদলে বাড়িতে মদ নিয়ে এসে আপনার সামনে খেতে বলুন। পুরুষেরা যদি পরিবারের সামনে বসে মদ খান, তা হলে ধীরে ধীরে তাঁদের মদ খাওয়া কমে যাবে। শেষমেশ স্ত্রী এবং সন্তানদের সামনে মদ খেতে তাঁরা লজ্জাবোধ করবেন।’’

পাশাপাশি, মধ্যপ্রদেশের মন্ত্রী যোগ করেন, “এ ছাড়াও স্বামীদের মনে করিয়ে দিতে হবে যে, সন্তানেরা তাঁদের অনুসরণ করে মদ্যপান শুরু করতে পারে। এই কারণেও স্বামীরা মদ খাওয়া ছেড়ে দেবেন।’’

Advertisement

নারায়ণের ‘পরামর্শ’কে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে মধ্যপ্রদেশের রাজনীতিতে। বিজেপি নেতার সমলোচনা করে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের সভাপতি মুকেশ নায়েক বলেন, ‘‘মন্ত্রীর উদ্দেশ্য ঠিক, কিন্তু বোঝানোর পদ্ধতি ভুল। বাড়িতে মদ খেলে অশান্তি হতে পারে। গার্হস্থ্য হিংসার ঘটনা বাড়তে পারে। মন্ত্রীর উচিত ছিল মানুষকে সঠিক উপদেশ দেওয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement