ছবি টুইটার।
হাসপাতালের বিছানায় মৃত্যু হয়েছে মায়ের। কিন্তু পাওয়া যায়নি শববাহী যান। শেষমেশ মায়ের মরদেহ কাঠের পাটাতনে বেঁধে বাইকে করে বাড়ি নিয়ে গেলেন যুবক। এমন দৃশ্য ধরা পড়েছে মধ্যপ্রদেশের শাহোদল জেলায়।
চিকিৎসার জন্য মাকে অনুপ্পুর জেলার গোদারু গ্রাম থেকে শাহোদল মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছিলেন তাঁর পুত্র। সেখানে মৃত্যু হয় ওই মহিলার। চিকিৎসার গাফিলতিতে মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ওই যুবক। এমনকি, হাসপাতালের তরফে শববাহী শকটেরও ব্যবস্থা করা হয়নি বলে দাবি করেছেন তিনি।
জেলা হাসপাতাল থেকে ৮০ কিমি দূরে বাড়ি ওই যুবকের। শববাহী যান না মেলায় বেসরকারি গাড়ির কথা ভেবেছিলেন তিনি। কিন্তু এ জন্য খরচ হত পাঁচ হাজার টাকা। সেই টাকা জোগাড় করতে না পারায় শেষে ১০০ টাকায় কাঠের পাটাতন কিনে তার উপরই মায়ের দেহ রেখে দড়ি দিয়ে বাঁধেন ওই যুবক। এ ভাবেই বাইকে করে মায়ের মরদেহ বাড়ি নিয়ে যান তিনি।
জানা গিয়েছে, বুকে ব্যথা অনুভব করায় জয়মন্ত্রী যাদব নামে এক মহিলাকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। দুই হাসপাতালের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ করেছেন সুন্দর যাদব নামে ওই যুবক।
স্থানীয়দের অভিযোগ, শাহোদল এলাকায় মেডিক্যাল কলেজে যথাযথ চিকিৎসা করানো যায় না।