ছবি: টুইটার থেকে।
মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে জমি নিয়ে বিবাদের জেরে ২৬ বছরের এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে ৫ জনের বিরুদ্ধে। পুরো ঘটনা ক্যামেরাবন্দি হয়। মারধরের ঘটনা নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোবিন্দ নামের ওই যুবককে এক দল লোক বেধড়ক মারধর করে। লাথি, ঘুষি থেকে শুরু করে লাঠি দিয়েও মারা হয়। ঘটনাস্থলেই পড়ে যান গোবিন্দ। তখন অভিযুক্তরা তাঁকে বাড়ির কাছে ফেলে দিয়ে পালায়। গোবিন্দকে সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নেটমাধ্যমে যে ভিডিয়ো ছড়িয়েছে, তাতে দেখা যাচ্ছে, গোবিন্দ রাস্তার উপরে পড়ে যাওয়ার পরেও মারধর চলতে থাকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে আশু ডাগর নামের একজনের সঙ্গে অনেক দিন ধরে গোবিন্দর জমি নিয়ে বিবাদ চলছিল। বিবাদ মেটানোর কথা বলে গোবিন্দকে নিজের বাড়িতে ডেকে পাঠায় আশু। সেখানে গেলে গোবিন্দকে মারধর করা হয়।
পুলিশ জানিয়েছে, ৫ জনকে গ্রেফতার করা হলেও তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কিনা, তা খতিয়ে দেখছেন তাঁরা।