Rahul Gandhi

মামলায় গরহাজির! ২০০ টাকা জরিমানা রাহুল গান্ধীর! হাজিরা দেওয়ার জন্য ফের সুযোগ দিলেন বিচারক

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ২০০ টাকা জরিমানার নির্দেশ দিল লখনউয়ের আদালত। এক মানহানির মামলায় আদালতে হাজিরা না-দেওয়ায় এই পদক্ষেপ করেছেন বিচারক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৮:৫২
Share:
কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

একটি মানহানির মামলায় আদালতে হাজিরা না-দেওয়ার জন্য জরিমানা হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। উত্তরপ্রদেশের লখনউয়ের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (এসিজেএম) আদালত রাহুলের ২০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এজলাসে হাজিরা দেওয়ার জন্য কংগ্রেস সাংসদকে ফের সুযোগ দিয়েছে আদালত। আগামী ১৪ এপ্রিল রাহুলকে ওই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

২০২২ সালে মহারাষ্ট্রে গিয়ে সাভারকর প্রসঙ্গে রাহুল একটি মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। ওই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। লখনউয়ের এসিজেএম আদালতে মামলাও রুজু হয় কংগ্রেস নেতার বিরুদ্ধে। ওই মামলায় বুধবার লখনউয়ের এসিজেএম আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেোয়া হয়েছিল রাহুলকে। কিন্তু শেষ পর্যন্ত বুধবার আদালতে হাজিরা দেননি তিনি। কংগ্রেস নেতার আইনজীবী এজলাসে জানান, তাঁর মক্কেল সংসদের অধিবেশন সংক্রান্ত পূর্বনির্ধারিত কিছু কাজের জন্য আদালতে হাজিরা দিতে পারেননি। রাহুলকে যাতে সশরীরে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়, সেই অনুরোধও জানান তাঁর আইনজীবী।

তবে হাজিরা থেকে অব্যাহতির আর্জি মঞ্জুর করেনি আদালত। বুধবার আদালতে হাজির না থাকার জন্য রাহুলকে ২০০ টাকা জরিমানা করেছেন বিচারক। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন, অভিযোগকারীর আইনজীবীর কাছে ওই জরিমানার টাকা তুলে দিতে হবে। আগামী ১৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই দিন অবশ্যই তাঁকে এজলাসে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে বিচারক এ-ও জানিয়েছেন, পরের শুনানিতে রাহুল হাজির না থাকলে, তা গুরুত্ব দিয়ে দেখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement