Odisha Man Kills Father Over Gutkha

গুটখা কেনার জন্য ১০ টাকা চেয়ে পাননি! রাগে বৃদ্ধ বাবাকে খুন করলেন ওড়িশার যুবক

নিহতের নাম বৈধর সিংহ (৭০)। স্ত্রী এবং ৪০ বছর বয়সি ছেলের সঙ্গে থাকতেন বৈধর। গত বেশ কয়েক বছর ধরে গুটখায় আসক্ত ছিলেন তাঁর ছেলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৮:২১
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

গুটখা কেনার জন্য ১০ টাকা চেয়ে পাননি। সেই রাগে বৃদ্ধ বাবাকেই খুন করে বসলেন যুবক। তার পর বাবার কাটা মুন্ডুটি নিয়ে হাজির হলেন থানায়! সম্প্রতি ওড়িশায় ঘটনাটি ঘটেছে। খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পরিবার ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা। নিহতের নাম বৈধর সিংহ (৭০)। স্ত্রী এবং ৪০ বছর বয়সি ছেলের সঙ্গে থাকতেন বৈধর। গত বেশ কয়েক বছর ধরে গুটখায় আসক্ত ছিলেন তাঁর ছেলে। সম্প্রতি গুটখা কেনার জন্য বাবার কাছ থেকে ১০ টাকা চেয়েছিলেন ছেলে। সে টাকা দিতে অস্বীকার করেন বৈধর। এই সামান্য বিষয়কে কেন্দ্র করেই বাবা-ছেলের মধ্যে শুরু হয়ে যায় বাগবিতণ্ডা। এক পর্যায়ে রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে বাবার মাথা কেটে ফেলেন যুবক। পরে বাবার কাটা মাথা নিয়ে নিজেই চলে যান থানায়।

তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, খুনের পর বাবার কাটা মাথা নিয়ে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন অভিযুক্ত পুত্র। ওই আধিকারিকের কথায়, ‘‘একটি কাটা মাথা নিয়ে চান্দুয়া থানায় আসেন ওই যুবক। আত্মসমর্পণ করে অভিযুক্ত জানান, ধারালো অস্ত্র দিয়ে তাঁর ৭০ বছর বয়সি বাবার মাথা কেটে ফেলেছেন তিনি! অভিযুক্তের সঙ্গে তাঁর বাবা-মায়ের মধ্যে তীব্র তর্কবিতর্কের পরেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। খুনের পরেই তাঁর মা আতঙ্কে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন।’’ বারিপদা মহকুমা পুলিশের আধিকারিক প্রভাত মল্লিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, তুচ্ছ বিষয়ের জেরেই এই খুন। অভিযোগের ভিত্তিতে গ্রামে পৌঁছেছে পুলিশ এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। কী ভাবে ওই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement