Puri Jagannath Temple

পুরীর জগন্নাথের নামে সাত রাজ্যে কত জমি? বিধানসভায় জানালেন ওড়িশার মন্ত্রী

সম্প্রতি ওড়িশা বিধানসভায় পুরীর জগন্নাথের ভূসম্পত্তি নিয়ে একটি প্রশ্ন করেন বিজেডি বিধায়ক প্রশান্ত বেহরা। সেই প্রশ্নের লিখিত জবাব দেন ওড়িশার আইনমন্ত্রী জগন্নাথ সরকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

ভুবনেশ্বর শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৩ ১২:৩৭
Share:

পুরীর জগন্নাথ মন্দির। —ফাইল চিত্র।

পুরীর জগন্নাথের নামে কত ভূসম্পত্তি আছে, বিধানসভায় তা জানালেন ওড়িশা সরকারের মন্ত্রী। সে রাজ্যের শাসকদল বিজু জনতা দল (বিজেডি)-র এক বিধায়কের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, সারা দেশে প্রায় সত্তর হাজার একর সম্পত্তি রয়েছে জগন্নাথের নামে। ওড়িশা ছাড়াও জমি রয়েছে দেশের আরও ছ’টি রাজ্যে।

Advertisement

সম্প্রতি ওড়িশা বিধানসভায় পুরীর জগন্নাথের ভূসম্পত্তি নিয়ে একটি প্রশ্ন করেন বিজেডি বিধায়ক প্রশান্ত বেহরা। সেই প্রশ্নের লিখিত জবাবে ওড়িশার আইনমন্ত্রী জগন্নাথ সরকা জানান, ওড়িশার ৩০টি জেলার মধ্যে ২৪টি জেলাতেই পুরীর জগন্নাথের নামে সম্পত্তি রয়েছে। এ ছাড়াও সম্পত্তি রয়েছে দেশের আরও ছ’টি রাজ্যে।

মন্ত্রী এ-ও জানান যে, ওড়িশার নানা জায়গায় এই জমিগুলি দখল করার অভিযোগ উঠেছে জবরদখলকারীদের বিরুদ্ধে। এখনও পর্যন্ত এই ধরনের ৯৪৭টি অভিযোগ দায়ের করেছে পুরীর জগন্নাথ মন্দিরের পরিচালন সংস্থা শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ)। অভিযোগগুলি প্রমাণিত হলে ‘জগন্নাথ মন্দির আইন, ১৯৫৫’ মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement