Waqf JPC

ওয়াকফ জেপিসির রিপোর্ট দেওয়ার সময়সীমা বৃদ্ধি পেল বাজেট অধিবেশন পর্যন্ত, দাবি করেছিল বিরোধীরা

কমিটির সময়সীমা বৃদ্ধির দাবি আগেই জানিয়েছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ ওয়াকফ জেপিসির অন্যতম সদস্য। তাঁর সঙ্গেই চেয়ারম্যান জগদম্বিকার বারংবার সংঘাত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২১:০৭
Share:

লোকসভায় ধ্বনি ভোটে পাশ হল জেপিসির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব। —ফাইল ছবি।

ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) রিপোর্ট পেশের সময়সীমা বৃদ্ধি পেল। বুধবারই জেপিসির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছিল। বৃহস্পতিবার লোকসভায় সেই রিপোর্ট পেশ করেন ওয়াকফ সংক্রান্ত জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল। তার পর ধ্বনি ভোটের মাধ্যমে রিপোর্ট পেশের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। স্থির হয়েছে, আগামী বাজেট অধিবেশনের শেষে রিপোর্ট পেশ করবে ওয়াকফ সংক্রান্ত জেপিসি।

Advertisement

কমিটির সময়সীমা বৃদ্ধির দাবি আগেই জানিয়েছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ ওয়াকফ জেপিসির অন্যতম সদস্য। তাঁর সঙ্গেই চেয়ারম্যান জগদম্বিকার বারংবার সংঘাত হয়েছে। তৃণমূলের অভিযোগ ছিল, ওয়াকফ জেপিসির রিপোর্ট জমা দিতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাড়াহুড়ো করছেন চেয়ারম্যান।

গত মঙ্গলবার সংসদ চত্বরে দেখাও হয়েছিল কল্যাণ এবং জগদম্বিকার। সেখানে জগদম্বিকার উদ্দেশে কল্যাণকে বলতে শোনা গিয়েছিল, ‘‘কমিটির রিপোর্ট দেওয়ার সময়সীমা বৃদ্ধি পাবে।’’ জগদম্বিকা বলেছিলেন, ‘‘আমি জানি না, আর আপনি জেনে গেলেন?’’ জবাবে কল্যাণকে বলতে শোনা গিয়েছিল, ‘‘আপনি লিখে রেখে দিন। সময় বাড়বে!’’ বুধবার হলও তা-ই। এর আগে দেশের বিভিন্ন শহরে কমিটির সফর বয়কট করেছিলেন বিরোধী সাংসদেরা। কার্যত বিরোধীদের ‘চাপেই’ সফর স্থগিত হয়ে যায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে জেপিসির রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি পেল লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement