(বাঁ দিকে) মল্লিকার্জুন খড়্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।
বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ কে? এত দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী নেতারা বলতেন, ভোটের পর তা ঠিক হবে। সোমবারও মমতা সেই কথা বলেছিলেন। কিন্তু মঙ্গলবার ‘ইন্ডিয়া’র বৈঠকে সেই মমতাই চমক দিলেন। বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ হিসেবে সরাসরি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের নাম প্রস্তাব করেন মমতা। তাঁকে সমর্থন করলেন কংগ্রেসের ‘তীব্র বিরোধী’ হিসেবে পরিচিত আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। যদিও এ ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি মঙ্গলবারের জোট বৈঠকে। এ সংক্রান্ত আলোচনাও বেশি দূর এগোয়নি।
মঙ্গলবার দিল্লিতে হল ‘ইন্ডিয়া’র চতুর্থ পূর্ণাঙ্গ বৈঠক। বৈঠক শুরু হয় বেলা ৩টের কিছু পরে। ঘণ্টা তিনেকের মধ্যেই শেষ হয়ে যায়। মমতা বৈঠকে বলেন, খড়্গে অভিজ্ঞ রাজনীতিক। তিনি অনগ্রসর শ্রেণি থেকে উঠে আসা। তাই তাঁকেই প্রধানমন্ত্রী মুখ করে ২০২৪-এর ভোটে লড়াইয়ের দিকে যাওয়া হোক। যদিও খড়্গে এর পর বলেন, তিনি গরিব মানুষের কল্যাণের জন্য কাজ করতে এসেছেন। আর আগেভাগে এ সব করার কোনও দরকার নেই। ভোটে জেতার পর এই বিষেয়গুলি ঠিক করা হোক।
মমতার প্রস্তাবে কেজরীওয়াল সমর্থন করেছেন এটা যেমন ঠিক, তেমন বাকি দলগুলি এই প্রস্তাব নিয়ে খুব একটা উৎসাহ দেখাননি সেটাও বাস্তব। প্রসঙ্গত, সোমবার বিকেলে কেজরীর সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবারের বৈঠকের মূল আলোচ্য ছিল রাজ্যে রাজ্যে আসন সমঝোতার বিষয় ঠিক করা। কিন্তু এই বৈঠক থেকেও সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ‘ইন্ডিয়া’ ঠিক করেছে, এ বার রাজ্যে রাজ্যে যৌথ প্রচারে নামা হবে। আর সময় নেই। তবে সব রাজ্যে জোটের ছবি কতটা মজবুত হবে তা নিয়ে সংশয়ও রয়েছে রাজনৈতিক মহলের অনেকের।