Patiala

লকডাউন ভাঙায় বাধা, তলোয়ারের কোপ পুলিশকে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশের এএসআই হরজিৎ সিংহের হাত কেটে ফেলা হয়েছে। তিনি মানুষের সাহায্য চাইছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০৩:২৪
Share:

পাটিয়ালার সরকারি হাসপাতালে সরানো হচ্ছে জখম পুলিশকর্মী হরজিৎ সিংহকে। রবিবার। পিটিআই

লকডাউন ভাঙায় আপত্তি জানিয়েছিলেন পুলিশকর্মীরা। তার জেরেই তরোয়ালের কোপে এক পুলিশ আধিকারিকের হাত কেটে ফেলল দুষ্কৃতীরা। আজ সকাল সোয়া ছ’টা নাগাদ পঞ্জাবের পাটিয়ালার সানাউরের আনাজ মান্ডির ওই ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশকর্মী। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। হামলা চালিয়েই দুষ্কৃতীরা আশ্রয় নেয় পঁচিশ কিলোমিটার দূরের এক গুরুদ্বারে। পুলিশ সেখানে পৌঁছলে ওই দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই হয়। শেষ পর্যন্ত এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশের এএসআই হরজিৎ সিংহের হাত কেটে ফেলা হয়েছে। তিনি মানুষের সাহায্য চাইছেন। এক ব্যক্তি কাটা হাতটি তুলে নিয়ে তাঁকে দেন। তার পর স্কুটার করে ঘটনাস্থল থেকে ওই আধিকারিককে নিয়ে যাওয়া হয়।

পরে চণ্ডীগড়ের একটি হাসপাতালে হরজিৎকে ভর্তি করা হয়। সাড়ে সাত ঘণ্টার প্লাস্টিক সার্জারির পরে তাঁর হাতটি জুড়ে দেন ডাক্তারেরা। তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ টুইটারে বলেছেন, ‘‘হরজিতের অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকদের ধন্যবাদ জানাই।’’ পঞ্জাবের ডিজিপি দিনকর গুপ্তও টুইট করে জানিয়েছেন, হরজিতের অবস্থা স্থিতিশীল। করোনা-সংক্রমণ আটকাতে পাটিয়ালার আনাজ মান্ডির বাইরে ব্যারিকেড বসিয়েছিল পুলিশ। আজ সকালে একটি গাড়ি নিয়ে সেখানে পৌঁছয় অভিযুক্তেরা। তারা সকলেই নিহাঙ্গ সম্প্রদায়ভুক্ত। পুলিশ কার্ফু পাস দেখতে চাইলে গাড়ি না থামিয়ে ব্যারিকেড ভেঙে বাজারে ঢুকে পড়ে অভিযুক্তেরা।

Advertisement

পাটিয়ালার এক শীর্ষ স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, পাস দেখতে চাওয়ায় পুলিশের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। হামলা চালিয়ে বলবেরা গ্রামের গুরুদ্বার খিচড়ি সাহিবে আশ্রয় নেয় দুষ্কৃতীরা। পুলিশ ওই গুরুদ্বার ঘিরে ফেলে। আত্মসমর্পণ করতে বললেও প্রথমে রাজি হয়নি দুষ্কৃতীরা। বরং পুলিশ গুরুদ্বারে ঢুকলে রান্নার গ্যাসের সিলিন্ডার ফাটিয়ে দেওয়ার হুমকি দেয় তারা। পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময়ও হয়েছে বলে পঞ্জাবের ডিজিপি দিনকর গুপ্ত জানান। গ্রামের সরপঞ্চ ও বাসিন্দারা মধ্যস্থতার চেষ্টা করলেও শুরুতে তা ব্যর্থ হয়। পরে সেখান থেকেই সাত জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে পাঁচ জনই হামলাকারী। গুরুদ্বার থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement