Lionel Messi

লিয়োনেল মেসির জন্ম অসমে! গর্বের সঙ্গে দাবি করে হইচই ফেলে দিলেন কংগ্রেস সাংসদ

লিয়োনেল মেসি অসমে জন্মেছেন বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ। এ কথা টুইট করে বিতর্কে জড়িয়েছেন তিনি। পরে ভুল বুঝতে পেরে টুইটটি ডিলিট করে দেন সাংসদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৭:০৫
Share:

মেসিকে নিয়ে টুইট করে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ। ফাইল চিত্র।

রবিবার প্রায় ৩৬ বছর পর আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস লড়াই শেষে স্বপ্নপূরণ হয়েছে লিয়োনেল মেসির। বিশ্বকাপ জয়ের আনন্দে মেসিতে মজে তামাম দুনিয়া। বিভিন্ন সমাজমাধ্যমের মতো টুইটারেও উপচে পড়ছে মেসি ভক্তদের শুভেচ্ছাবার্তা। তেমনই এক টুইট করতে গিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ আব্দুল খালেক। টুইটারে তিনি দাবি করেছেন, মেসির জন্ম অসমে!

Advertisement

অসমের বরপেটা কেন্দ্রের সাংসদ মেসিকে অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন যে, ‘‘আমরা তোমার অসম-যোগের জন্য গর্বিত।’’ এর পর মেসির ‘অসম-যোগ’ সম্পর্কে জানতে চান এক টুইটার ব্যবহারকারী। প্রত্যুত্তরে সাংসদ লেখেন যে, অসমে জন্ম মেসির। আদতে মেসির জন্ম আর্জেন্টিনার রোসারিওতে।

Advertisement

এই টুইট প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায় চারদিকে। ভুল হয়েছে বুঝতে পেরে পরক্ষণেই ওই টুইট ডিলিট করে দেন সাংসদ। কিন্তু বিতর্ক তাতে থামেনি।

এক জন সাংসদ হয়ে কেন মেসি সম্পর্কে এমন ভুল তথ্য দিলেন, তা নিয়ে সরব হন অনেকে। সাংসদের এই টুইট ঘিরে ‘ট্রোলিং’ শুরু হয়ে যায় টুইটারে। কেউ মজা করে লেখেন যে, ‘‘হ্যাঁ, মেসি তো আমার সহপাঠী ছিলেন।’’ আবার কেউ লেখেন যে, ‘‘বিশ্বকাপের পর মেসি ও তাঁর স্ত্রী অসমে এসেছিলেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement