Ayodhya Ram Mandir

রামমন্দিরে জল, রামপথে খানাখন্দ! ছ’মাসের মধ্যেই রামভূমি অযোধ্যার হাল বেহাল! বিপন্ন যোগী-রাজ

রামমন্দিরের ছাদ থেকে মন্দিরের ভিতরে জল পড়া এবং জল জমার অভিযোগ করেছিলেন পুরোহিত। তার এক সপ্তাহ পরেই রামমন্দিরগামী রামপথে যত্রতত্র তৈরি হয়েছে খানাখন্দ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ১১:৫৮
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

জানুয়ারি থেকে জুন। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পরে সবে কেটেছে ছ’মাস। এরই মধ্যে ছাদ চুঁইয়ে জল পড়তে শুরু করেছে রামমন্দিরে। এ বার রামমন্দিরগামী রাস্তা রামপথ জুড়ে দেখা গিয়েছে বিপজ্জনক সব খানাখন্দ, যা যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা। যে রামমন্দির সামনে রেখে এ বারের লোকসভা ভোটে লড়তে নেমেছিল বিজেপি, প্রত্যাশিত ফল না পেয়েই কি তার এমন দৈন্যদশা? উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার অবশ্য এই বিতর্ক শুরুতেই থামিয়ে দেওয়ার চেষ্টা করছে পাল্টা যুক্তি দিয়ে এবং কিছু জরুরি পদক্ষেপ করে।

Advertisement

গত সপ্তাহেই রামমন্দিরের ছাদ থেকে মন্দিরের ভিতরে জল পড়া এবং জল জমার অভিযোগ করেছিলেন মন্দিরের পুরোহিত। তার পরে সপ্তাহভর টানা ভারী বৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে। দেখা গিয়েছে, প্রথম বৃষ্টিতেই রামমন্দিরগামী ১৪ কিলোমিটার দীর্ঘ রামপথে যত্রতত্র তৈরি হয়েছে খানাখন্দ। অনেকটা জায়গা জুড়ে জমেছে জলও। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, ভোটের আগে রামনগরী অযোধ্যার যে আধুনিক পরিকাঠামোর বিজ্ঞাপন করেছিল যোগীর সরকার, তার বাস্তবতা কোথায়?

উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, রামপথে খানাখন্দের কিছু ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে যোগী আদিত্যনাথ সরকার পিডব্লিউডি-র তিন ইঞ্জিনিয়ারকে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করেছে। অযোধ্যার মেয়র জানিয়েছেন, ওই খানাখন্দের খবর পাওয়া মাত্র তা বোজানোরও ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিরোধীরা সেই সময়টুকু অপেক্ষা না-করেই সমালোচনা শুরু করেছে। অন্য দিকে, রামমন্দিরের ছাদ থেকে জল পড়ার কথা উড়িয়ে দিয়েছেন মন্দিরের অছি পর্ষদের সাধারণ সম্পাদক চম্পত রাই। তিনি বলেছেন, ‘‘এক ফোঁটা জলও মন্দিরের ভিতরে পড়েনি। গর্ভগৃহে তো নয়ই।’’ রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বলেন, ‘‘রামমন্দিরের দোতলায় এখনও নির্মাণ চলছে। তাই ছাদের একাংশ খোলা রয়েছে। সেখান থেকে পাইপের জল চুঁইয়ে ভিতরে পড়ে থাকতে পারে। তবে তা কখনওই বৃষ্টির জল নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement