অতি সংক্রমক সার্স-কোভ-২ ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও কাজ করেছে কোভিশিল্ড। সংগৃহিত
কোভিড টিকা তো নিয়েছেন অনেকেই, কিন্তু তা কতটা কার্যকরী — এ প্রশ্ন অনেকের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এর উত্তরে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিল সংক্রামক রোগ বিষয়ক জার্নাল ল্যানসেট। কোভিডের মাঝারি থেকে অতি সংক্রমণের ক্ষেত্রে কার্যকরী কোভিশিল্ড। এমনকি অতি সংক্রমক সার্স-কোভ-২ ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও কাজ করেছে কোভিশিল্ড।
এপ্রিল-মে মাসে ভারতে কোভিড সংক্রমণ তীব্র আকার নেয়। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় সরকারকে। সে সময় কোভিশিল্ডের কার্যকারিতা লক্ষ করা হয়েছে। ল্যানসেটের তথ্য অনুযায়ী, যাঁরা দু’টি ডোজ নিয়েছেন তাঁদের ৬৩ শতাংশের উপর এই টিকা কার্যকর হয়েছিল।
জার্নালটি জানিয়েছে, কোভিডের মাঝারি থেকে গুরুতর পর্যায়ে ৮১ শতাংশের উপর কোভিশিল্ড কার্যকরী ছিল।