— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিলাসবহুল গাড়ির রিল ভিডিয়ো বানাচ্ছিলেন। সেই গাড়িরই ধাক্কায় প্রাণ গেল বছর কুড়ির তরুণের! মঙ্গলবার রাতে কেরলের কোঝিকোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম টিকে আলভিন (২০)।
বুধবার ভেলাইল পুলিশের তরফে জানানো হয়েছে, মাত্র দু’সপ্তাহ আগেই সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন আলভিন। দেশে ফেরার পর থেকে তিনি নেলিকোড় এলাকার একটি গাড়ি বেচাকেনার সংস্থার জন্য প্রচারমূলক ভিডিয়ো তৈরির কাজ করা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মঙ্গলবার রাতেও বন্ধুদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে সংস্থার একটি বিলাসবহুল ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ির ভিডিয়ো করছিলেন আলভিন। তখনই বাধে বিপত্তি।
পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কোঝিকোড়ের বিচ রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। ভিডিয়ো করার সময় বিলাসবহুল ল্যান্ড রোভার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে এসে আলভিনকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে কয়েক ফুট দূরে ছিটকে পড়েন তিনি। উপস্থিত সকলে মিলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর।
বাবা-মায়ের একমাত্র ছেলে ছিলেন আলভিন। পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কাজ করতেন। ময়নাতদন্তের জন্য তাঁর দেহটি কোঝিকোড় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনার জন্য দায়ী ল্যান্ড রোভারটির পাশাপাশি একটি মার্সিডিজ় গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দু’টি গাড়িই ওই প্রচারমূলক ভিডিয়োটি বানানোর কাজে নিয়ে যাওয়া হয়েছিল। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরে একের পর এক বিলাসবহুল গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ। গত মে মাসে মহারাষ্ট্রের পুণেতে পোর্শের ধাক্কায় মৃত্যু হয় দুই বাইকআরোহীর। জুলাই মাসে মুম্বইয়ের ওরলিতে বিএমডব্লিউয়ের ধাক্কায় প্রাণ হারান এক যুবতী।