— প্রতিনিধিত্বমূলক ছবি।
ক্লাসের মধ্যেই ১১ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ খোদ শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রী চিৎকার করতে শুরু করলে ভয়ে স্কুল প্রাঙ্গণ ছেড়ে পালিয়েও যান। কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। কর্নাটকের কালবুর্গি জেলার ঘটনা।
অভিযুক্ত ব্যক্তি কর্নাটকের আলন্দের একটি সরকারি স্কুলের শিক্ষক। নির্যাতিতা একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার দুপুরের খাওয়ার খেয়ে ক্লাসে যাচ্ছিল ওই কিশোরী। সে সময়ে শ্রেণিকক্ষে আর কেউ ছিল না। তখনই ওই শিক্ষক তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, ওই শিক্ষক বছর ১১-র ছাত্রীটিকে মুখ বন্ধ রাখার হুমকি দেন। কিন্তু ভয়ে চিৎকার শুরু করে দেয় সে। ছাত্রীর চিৎকারে লোক জড়ো হতে শুরু করলে শিক্ষক তাড়াতাড়ি স্কুল ছেড়ে চম্পট দেন। ছাত্রী বাড়ি ফিরে বাবা-মাকে সবটা জানানোর পর তাঁরা প্রধানশিক্ষকের কাছে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার স্কুলে প্রধানশিক্ষককে ঘিরে একপ্রস্ত বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকেরা। প্রশ্ন উঠেছে ছাত্রীদের নিরাপত্তা নিয়েও। এর পরেই নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) অনুযায়ী শিশুদের উপর যৌন অপরাধ প্রতিরোধক আইন-সহ (পকসো) অন্যান্য ধারায় মামলা রুজু হয়েছে।