রাহুল গান্ধী। — ফাইল চিত্র।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিল কর্নাটক বিজেপি। সেই মামলায় স্থগিতাদেশ দিল কর্নাটক হাই কোর্ট। মামলাটি খারিজের আবেদন করেছিলেন কংগ্রেস সাংসদ। তার পরিপ্রেক্ষিতেই বিচারপতি এম নাগাপ্রসন্নের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতুবি থাকবে মামলাটি।
এই মামলায় ২০২৪ সালের জুনে রাহুলকে জামিন দিয়েছিল ম্যাজিস্ট্রেটের আদালত। রাহুলের পাশাপাশি, এই মামলায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমারকেও পক্ষ করেছিল রাজ্য বিজেপি। অর্থাৎ তাঁদের নামও ছিল মামলায়। তিন জনেই আদালতে হাজিরাও দিয়েছিলেন।
মামলার সূত্রপাত কংগ্রেসের দেওয়া একটি বিজ্ঞাপন থেকে। ওই বিজ্ঞাপনে কংগ্রেস বিজেপিকে ‘৪০ শতাংশ সরকার’ বলে দাগিয়েছিল। তারা দাবি করেছিল, কর্নাটকের প্রাক্তন বিজেপি সরকার সব বিষয়েই ৪০ শতাংশ কমিশন নেয়। বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের আমলে দেড় লক্ষ কোটি টাকা ‘লুট’ হয়েছে। সেই বিজ্ঞাপনের পোস্টার, ব্যানার টাঙানো হয়েছিল কর্নাটকে। এই দাবিকে ভিত্তিহীন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ। বিজেপি নির্বাচন কমিশনের কাছেও এই নিয়ে অভিযোগ জানিয়েছিল। এ বার তাতে স্থগিতাদেশ দিল হাই কোর্ট।
ধর্ষণে অভিযুক্ত বিজেপির প্রার্থী, তথা প্রাক্তন সাংসদ প্রজ্জল রেভান্নাকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগে রাহুলের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলা আগেই খারিজ করে দিয়েছে কর্নাটক হাই কোর্ট। ২০২৪ সালের অক্টোবরে মামলা খারিজের পাশাপাশি মামলাকারীকে জরিমানাও করে আদালত।