— প্রতিনিধিত্বমূলক চিত্র।
একই পরিবারের পাঁচ সদস্যের দেহ উদ্ধার। কর্নাটকের টুমাকুরুর সদাশিবনগরের ঘটনা। পুলিশ মনে করছে, তিন সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন দম্পতি। আর্থিক অনটন এবং ঋণদাতাদের চাপে এই পদক্ষেপ। মৃত্যুর আগে ভিডিয়ো করে এই অভিযোগের কথা জানিয়েছেন ওই ব্যক্তি। ‘দোষী’ শাস্তির দাবিও তুলেছেন।
মৃতেরা হলেন ঘরিব সাব (৪৬), স্ত্রী সুমাইয়া (৩৩), তাঁদের তিন সন্তান হাজিরা (১৪), মহম্মদ সুভান (১১), মহম্মদ মুনির (৯)। ঘরিব, তাঁর স্ত্রী সুমাইয়া-সহ সাত জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ। খালান্দার, তাঁর মেয়ে সানিয়া, ছেলে শাহবাজ, দম্পতির প্রতিবেশী শাবানা, তাঁর মেয়ে সানিয়ার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পুলিশ।
গলায় দড়ি দেওয়ার আগে একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন ঘরিব। তাতে তিনি রাজ্যের পুলিশমন্ত্রী জি পরমেশ্বর এবং অন্য পুলিশ অধিকারিকদের অনুরোধ করেছিলেন, যাঁদের জন্য তাঁরা এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন, তাঁদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়। ঘরিব জানিয়েছেন, টুমাকুরু জেলার শিরা তালুকের লাক্কেনাহালি গ্রাম থেকে এসেছিলেন তিনি। কাবাব বিক্রি করতেন। রোজগার ভাল না হওয়ায় দিন দিন অবস্থা পড়তে থাকে। খালান্দার-সহ বেশ কয়েক জনের থেকে টাকা ধার নেন। শোধ দিতে না পারলে তাঁরা অপমান করেন বলে অভিযোগ। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পুলিশমন্ত্রী পরমেশ্বর। জানিয়েছেন, উপযুক্ত তদন্ত হবে।