Karnataka Election 2023

কর্নাটক জয়ে ‘নিশ্চিত’ বিজেপি-কংগ্রেস দু’দলই, দুপুর ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৫২ শতাংশ

এ বার কর্নাটকে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লক্ষ। তাঁদের মধ্যে প্রথম বারের ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার। মোট ভোটারদের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ এবং ২ কোটি ৬২ লক্ষ মহিলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৭:০৩
Share:

বুধবার বেঙ্গালুরুর একটি বুথের বাইরে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। ছবি: পিটিআই। — ফাইল ছবি।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৬:১৩ key status

দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ৫২.০৩শতাংশ

কর্নাটক বিধানসভা ভোটে দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ৫২.০৩ শতাংশ। জানিয়েছেন নির্বাচন কমিশন। 

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৫:৫০ key status

কর্নাটকের ভোটেও সংঘর্ষের ঘটনা, ইভিএম ভাঙচুর

কর্নাটকের তিন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজয়পুর জেলার মাসাবিনাল গ্রামে ভিভিপ্যাট যন্ত্র এবং ইভিএম ভাঙচুর করেন গ্রামবাসীরা। নির্বাচনী আধিকারিকরা ভোটের যন্ত্র বদলে দিয়েছেন বলে ‘গুজব’ ছড়াতেই ক্ষোভ ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। তার পরই ইভিএম এবং ভিভিপ্যাটে ভাঙচুর চালান তাঁরা। আরও দু’টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর পদ্মনাভনগর এবং বল্লারি জেলার সঞ্জীবরায়নাকোতেতে।

Advertisement
শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৩:৫৬ key status

দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৭ শতাংশের সামান্য বেশি

কর্নাটকে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৩৭.২৫ শতাংশ। জানাল নির্বাচন কমিশন। 

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১০:৩৯ key status

ভোটের দিন কংগ্রেস-বিজেপি সংঘর্ষ

ভোটের দিন গোলমালে জড়িয়ে পড়ল কংগ্রেস এবং বিজেপি। সূত্রের খবর, চিত্রদুর্গা জেলায় মুখোমুখি চলে আসেন কংগ্রেস এবং বিজেপি সমর্থকেরা। দু’পক্ষের মধ্যে চলতে থাকে গালিগালাজ, ধাক্কাধাক্কি। একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। পুলিশ গিয়ে দু’পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১০:৩৬ key status

১৫০ পেরিয়ে যেতে পারে কংগ্রেস: সিদ্দারামাইয়া

কর্নাটকে কংগ্রেসের জয় নিয়ে নিশ্চিত প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘‘আমি তো শুরু থেকেই বলে যাচ্ছি, কংগ্রেস অন্তত ১৩০টি আসন পাবে। এখন যা বুঝছি, তাতে আসন সংখ্যা ১৫০ পেরিয়ে যেতে পারে।’’

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১০:১২ key status

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে

কর্নাটকের চামনুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন চিতরপুরের কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্ক খড়্গে। এ ব্যাপারে কমিশনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১০:১১ key status

সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটদানের হার ৮.০২ শতাংশ

সকাল সাড়ে ৯টা পর্যন্ত কর্নাটকে ভোট পড়েছে ৮.০২ শতাংশ। 

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৯:৫৮ key status

দুর্নীতিমুক্ত, প্রগতিশীল কর্নাটকের স্বার্থে রাহুলের আবেদন

৪০ শতাংশ ঘুষ-মুক্ত, প্রগতিশীল কর্নাটকের স্বার্থে কংগ্রেস প্রার্থীদের ভোটদানের আবেদন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৮:৪৪ key status

১৩০ থেকে ১৩৫ আসন পেতে চলেছে বিজেপি: ইয়েদুরাপ্পা

ভোট দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা বিএস ওয়েদুরাপ্পা। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘‘সকাল, সকাল ভোট দিন। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে মানুষ বিজেপির পক্ষে ভোট দেবেন। রাজ্যের ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ বিজেপিকে সমর্থন দেবেন। আমরা ১৩০ থেকে ১৩৫টি আসন পেতে চলেছি।’’

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৮:৩৯ key status

বদলের জন্য ভোট দিন, আহ্বান প্রিয়ঙ্কা গান্ধীর

কর্নাটকবাসীর কাছে বদলের জন্য ভোটদানের আহ্বান কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরার। 

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৮:৩৬ key status

ভোট দিলেন ইনফোসিস কর্ণধান নারায়ণ মূর্তি এবং তাঁর স্ত্রী

ভোট দিয়ে বেরিয়ে এসে ইনফোসিস কর্ণধান নারায়ণ মূর্তি বলেন, ‘‘আমাদের প্রথমে ভোট দিতে হবে তার পর বলতে হবে এটাই ভাল বা খারাপ। কিন্তু আমরা যদি ভোট না দিই তাহলে আমাদের সমালোচনা করার অধিকারও নেই।’’

ভোট দিয়েছেন তাঁর স্ত্রী সুধা মূর্তিও। 

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৮:৩১ key status

জনতার উপর বোঝা চাপানোয় সায় নেই নির্মলার

ভোট দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, ‘‘মুদ্রাস্ফীতি নিয়ে আমি বলব, আমি জনতার সঙ্গে আছি। এটা ঠিক যে, জনতার উপর বোঝা চাপানো কখনওই উচিত নয়। কিন্তু বিরোধীদের এটা নিয়ে বলা সাজে না। ওদের সময় কী অবস্থা ছিল?’’ 

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৮:২০ key status

সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষকে ভোট দেওয়ার আবেদন প্রকাশ রাজের

ভোট দিয়ে বেরিয়ে আসার পর সাংবাদিকদের অভিনেতা প্রকাশ রাজ বলেন, ‘‘আমাদের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ভোট দিতে হবে। আমাদের সুন্দর কর্নাটক চাই।’’

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৭:৫২ key status

আশা করি, কর্নাটকবাসীরা উন্নয়ন এবং স্বচ্ছ সরকার বাছবেন: খড়্গে

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে কর্নাটকের ভোট প্রসঙ্গে টুইটারে লিখেছেন, “কর্নাটকের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন যে তারা একটি প্রগতিশীল, স্বচ্ছ ও কল্যাণমুখী সরকার বেছে নেবেন। আজ বড় সংখ্যায় ভোটদানের সময় এসেছে। আমরা প্রথম বারের ভোটারদের একটি ভাল ভবিষ্যতের জন্য এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে স্বাগত জানাই।”

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৭:৪৮ key status

রাজ্যের উন্নয়নে কর্নাটকবাসীদের ভোটদানের কথা বললেন অমিত শাহ

টুইটারে অমিত শাহ লিখেছেন, “ভোটের দিনে, আমি কর্ণাটকের বোন এবং ভাইদের রাজ্যের সুশাসন, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানাই। আপনার একটি ভোটই নিশ্চিত করতে পারে জনগণের ও প্রগতির সরকার। যা রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৭:৪৪ key status

তরুণ প্রজন্ম এবং নতুন ভোটারদের কাছে ভোটদানের আর্জি প্রধানমন্ত্রীর

কর্ণাটকের জনগণকে, বিশেষ করে বিপুল সংখ্যক তরুণ এবং প্রথম বারের ভোটারদের ভোটদানের মাধ্যমে গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করার জন্য আর্জি জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০১:১০ key status

ক্ষমতা দখলে রাখতে পারবে কি বিজেপি

২০১৮-র বিধানসভা নির্বাচনে ১০৪টি আসনে জিতেছিল বিজেপি। কংগ্রেস ৮০ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার জেডি(এস) ৩৭টিতে জেতে। কংগ্রেসের সঙ্গে ভোট পরবর্তী সমঝোতা করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়া-পুত্র কুমারস্বামী। কিন্তু ২০১৯-এর জুলাই মাসে দু’দলের দেড় ডজনেরও বেশি বিধায়ক ভাঙিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি।

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০১:০৯ key status

নজর থাকবে যে সব প্রার্থীদের দিকে

গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবি, প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (কংগ্রেস), জগদীশ শেট্টার (কংগ্রেস) এবং এইচডি কুমারস্বামী (জেডি-এস)।

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০১:০৯ key status

ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখতে চলেছে কর্নাটক

গত আড়াই দশকের মতোই বুধবারও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখতে চলেছে কর্নাটক। ক্ষমতাসীন বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডি(এস)-এর মধ্যে। কোনও পক্ষই ভোটে নিরঙ্কুশ গরিষ্ঠতা না পেলে নির্ণায়ক হয়ে উঠতে পারে জেডি(এস)-এর ভূমিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement