‘বিজেপি প্রার্থী চোর হলেও পাশে দাঁড়ান’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ বা মুখ্যমন্ত্রী রঘুবর দাসের উপরে আমাদের পুরো আস্থা থাকা উচিত।’’ তাঁর ব্যাখ্যা, ‘‘সব সময় মনে রাখবেন, বিজেপি দুর্নীতিপরায়ণ দল নয়। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের বাছাই সর্বদাই সঠিক।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ০১:২৮
Share:

নিশিকান্ত দুবে।

বিজেপি প্রার্থীরা অপরাধী বা প্রতিবন্ধী হলেও তাঁদেরই সমর্থন করা উচিত বলে মন্তব্য করলেন ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা ভোটের প্রচারে সম্প্রতি দেওঘর জেলার জামতাড়ায় একটি কর্মিসভায় যান গোড্ডা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত। সেখানে তিনি বলেন, ‘‘আপনাদের অনুরোধ বিজেপি প্রার্থী প্রতিবন্ধী, চোর-ডাকাত বা দুষ্ট লোক হলেও তাঁকে সমর্থন করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ বা মুখ্যমন্ত্রী রঘুবর দাসের উপরে আমাদের পুরো আস্থা থাকা উচিত।’’ তাঁর ব্যাখ্যা, ‘‘সব সময় মনে রাখবেন, বিজেপি দুর্নীতিপরায়ণ দল নয়। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের বাছাই সর্বদাই সঠিক।’’

Advertisement

এই মন্তব্যের পরে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন নিশিকান্ত। তাঁর বক্তব্য, ‘‘দলীয় কর্মীদের বলেছি, ব্যক্তিগত ভাবে কোনও প্রার্থীকে যদি অপরাধী বা প্রতিবন্ধী বলে মনেও হয়, তা হলেও তাঁদের সমর্থন করাটা দায়িত্ব। কারণ, মোদী, শাহ বা রঘুবর দাস অযোগ্য ব্যক্তিকে প্রার্থী করবেন না।’’ বিরোধী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত
সোরেনের বক্তব্য, ‘‘বিজেপি সাংসদের মন্তব্য অসংসদীয়। উনি নিজেকে দ্বিতীয় চাণক্য বলে মনে করেন। ওঁর মন্তব্যে বিজেপির অন্দরের ভয় ও হতাশার প্রতিফলন ঘটেছে।’’ হেমন্তের মতে, ‘‘রাজ্যে আসল সমস্যা কর্মসংস্থানের অভাব, মূল্যবৃদ্ধি, দুর্নীতি, স্কুল-কলেজ বন্ধ হয়ে যাওয়া। কিন্তু বিজেপি চোর-ডাকাতকেই প্রার্থী করে লুঠপাট করতে চায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement