ছবি: সংগৃহীত।
কোনও সমস্যাই তুচ্ছ নয়। আর সমস্যার কথা জানাতে হলে ইংরেজি জানতে হবে তা-ও নয়। এই ভাবনাকে সামনে রেখে এক অভিনব উদ্যোগ নিয়েছে জয়পুরের পুরসভা। অনলাইনে অভিযোগ জানানোর একটি পোর্টাল খুলেছে তারা। তাতে সর্বসাধারণের কথা ভেবে সমস্যার বিকল্পগুলি রাখা হয়েছে হিন্দি ভাষায়। কিন্তু ইংরেজি হরফে। যাতে কোনও ভাবেই কারও বুঝতে অসুবিধা না হয়।
যদিও জয়পুর পুরসভার এই উদ্যোগে অনেকে মজাও পেয়েছেন। কারণ সমস্যা হিসাবে তাঁরা যা যা বিকল্প দিয়েছেন তা সত্যিকারের সমস্যা হলেও সাধারণত এমন বিকল্প অনলাইন পোর্টালে দেখা যায় না। যেমন কোথাও লেখা আছে, ‘এলাকায় শূকরের সংখ্যা বেড়ে গিয়েছে’। তো কোথাও লেখা আছে, ‘কুকুর পাগল হয়ে গিয়েছে, ধরতে হবে’। এ ছাড় এলাকায় বাঁদরের সংখ্যা বেড়েছে, পার্কিংয়ের বেশি টাকা চাওয়া হচ্ছে, কলোনির মূল তোরণ ভেঙে গিয়েছে, ওয়াটার কুলার খারাপ হয়ে গিয়েছে, বাড়ি ভেঙে পড়তে পারে জাতীয় অভিযোগের বিকল্পও রয়েছে।
অভিযোগের বিকল্প দেখে অনেকে মজা পেলেও জয়পুর পুরসভার এই উদ্যোগের প্রশংসাও করেছেন অনেকে।