বুধবার শ্রীহরিকোটায় চলছে তোড়জোড়। ছবি: পিটিআই।
শেষ মুহূর্তে মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির জেরে পিছিয়ে গেল প্রোবা-৩-এর উৎক্ষেপণ। বুধবার দুপুরে এমনটাই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
তবে বুধবারই প্রোবা-৩-এর পরবর্তী উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে ইসরো। বলা হয়েছে, বুধের পরিবর্তে বৃহস্পতিবার দুপুর ৪টে ১২ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি সি-৫৯ রকেটে চেপে মহাশূন্যে পাড়ি দেবে প্রোবা-৩।
প্রাথমিক ভাবে ইসরো জানিয়েছিল, বুধবার বিকেল ৪টে ৮ মিনিটে শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু হবে প্রোবা-৩-এর। কিন্তু শেষ মূহূর্তে মহাকাশযানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অথচ হাতে সময় কম। এর পরেই ইসরো-র কর্তারা সিদ্ধান্ত নেন, বৃহস্পতিবার ফের মহাকাশযানটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে। তবে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হল, তা এখনও স্পষ্ট করেনি ইসরো।
এই প্রোবা-৩ মহাকাশযান আসলে দু’টি মহাকাশযানের সমষ্টি। একটির নাম ‘করোনাগ্রাফ’ স্পেসক্রাফট এবং অন্যটি ‘অকাল্ট’ স্পেসক্রাফট। পূর্ণগ্রাস গ্রহণের সময় সূর্যের ছটা অর্থাৎ ‘করোনা’ অঞ্চলের যে ছবি ক্যামেরায় ধরা পড়ে, সেই ছবি তুলতেই ওই মহাকাশযানটি পাঠাচ্ছেন বিজ্ঞানীরা। সূর্যকে নিয়ে এমন নানা গবেষণামূলক অনুসন্ধান চালাবে প্রোবা-৩। মহাকাশযানটি ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইসা)-র তৈরি। আর প্রোবা-৩ মহাকাশে পাঠানোর দায়িত্ব পেয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (এনসিআইএল)।
প্রাকৃতিক নিয়মে সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে এবং সূর্যকে ঢেকে দেয়। পৃথিবীতে চাঁদের ছায়া যেখানে সব থেকে গভীর হয়, সেখান থেকেই সূর্যের ছটা বা ‘করোনা’ দেখা যায়। ‘অকাল্ট’ মহাকাশে চাঁদের মতোই সূর্যকে ঢেকে দেবে। সেই সুযোগে ঝটপট ওই ছবি তুলে নেবে ‘করোনাগ্রাফ’। বিজ্ঞানীরা প্রোবা-৩-এর তুলে আনা সেই সব ছবি বিশ্লেষণ করে দেখবেন। প্রোবা-৩-এর সফল উৎক্ষেপণ সৌর গবেষণায় নতুন দিশা দেখাবে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ।