এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
কলকাতার ফুটপাথে সাত মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বড়তলা থানা এলাকায়।
জানা গিয়েছে, ফুটপাতে শুয়ে কাঁদছিল সাত মাসের এক শিশুকন্যা। যৌনাঙ্গে একাধিক ক্ষত। স্থানীয়েরা তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিনই থানায় সাত মাসের শিশুকন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন ফুটপাত-নিবাসী এক দম্পতি। কয়েক ঘণ্টার মধ্যে তাকে ওই অবস্থায় পাওয়া যায়। ফুটপাতের যেখানে শিশুটিকে পাওয়া যায়, সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরেই তাদের বাস। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে মেয়েকে শনাক্ত করেন বাবা-মা। নির্যাতিতা শিশুর সারা শরীরে একাধিক ক্ষত রয়েছে। এখনও চিকিৎসা চলছে তার।
ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৬ নম্বর ধারায় একাধিক মামলা দায়ের হয়েছে। তবে কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। অভিযুক্তকে শনাক্ত করতে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।