Viral Video

তাড়াহুড়ো করতে গিয়ে রেললাইনে পড়ে গেলেন মহিলা, উপর দিয়ে চলে গেল ট্রেন! তার পর…

ট্রেনটি স্টেশনে ঢুকে থেমে যেতেই ট্রেনের তলা থেকে লাইনের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে এলেন মহিলা। ট্রেনটি যখন স্টেশনে ঢুকছিল তখন সেই লাইনের মাঝেই শুয়েছিলেন তিনি। ট্রেনটি তাঁর উপর দিয়েই ছুটে গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১০:৪৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

তাড়াহুড়ো করে স্টেশনে হাঁটছিলেন মহিলা। হঠাৎ পা হড়কে রেললাইনে পড়ে গেলেন তিনি। ব্যাগ নিয়ে সবেমাত্র লাইন থেকে উঠতে যাবেন ঠিক তখনই মুখের সামনে ট্রেন হাজির। উপায় না দেখে প্রাণ বাঁচাতে রেললাইনের মাঝেই শুয়ে পড়লেন তিনি। তার উপর দিয়েই ছুটে গেল ট্রেন। স্টেশনে ট্রেন থামলে লাইনের ফাঁক দিয়ে বেরিয়ে এলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশনে একটি ট্রেন ঢুকছে। পাশের লাইনে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা।

আসলে সেই মহিলার নজর ট্রেনের নীচে শুয়ে থাকা অন্য এক মহিলার দিকে। ট্রেনটি স্টেশনে ঢুকে থেমে যেতেই ট্রেনের তলা থেকে লাইনের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে এলেন এক মহিলা। ট্রেনটি যখন স্টেশনে ঢুকছিল তখন সেই লাইনের মাঝে শুয়ে পড়েছিলেন তিনি। ট্রেনটি তাঁর উপর দিয়েই ছুটে গিয়েছিল।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরায় ঘটেছে। ওই মহিলা তাড়াহুড়ো করে স্টেশনে হাঁটছিলেন। পা হড়কে রেললাইনে পড়ে যান তিনি। তখনই স্টেশনে সেনাবাহিনীর বিশেষ মালবাহী ট্রেন ঢুকছিল। ওই কম সময়ের মধ্যে লাইন থেকে উঠে স্টেশনে পৌঁছতে পারতেন না মহিলা।

কোনও উপায় না দেখে প্রাণরক্ষা করতে রেললাইনের উপরেই শুয়ে পড়েন তিনি। তাঁর উপর দিয়েই ছুটে যায় ট্রেনটি। ট্রেনটি স্টেশনে থামলে ট্রেনের তলা থেকে বাইরে বেরিয়ে আসেন তিনি। জানা গিয়েছে, ওই মহিলা সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement