Manipur

মুখ্যমন্ত্রীর সভাস্থলে আগুন ধরালেন বিক্ষুব্ধ আদিবাসীরা! অশান্ত মণিপুরে বন্ধ ইন্টারনেট

সরকারি সূত্রের খবর, স্থানীয় আদিবাসী ফোরামের নেতাদের নেতৃত্বে এই বিক্ষোভের নেতৃত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বীরেন সভাস্থলে আসার ঠিক আগেই উন্মত্ত জনতা হামলা চালায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ০৯:৩২
Share:

আদিবাসী বিক্ষোভে অগ্নিগর্ভ মণিপুর, মুখ্যমন্ত্রীর সভাস্থলে ধরানো হল আগুন। ছবি: সংগৃহীত।

জনজাতিদের বিক্ষোভের জেরে অশান্তি ছড়াল মণিপুরে। বৃহস্পতিবার রাতে চূড়াচাঁদপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সভাস্থল আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশের সঙ্গে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে।

Advertisement

মুখ্যমন্ত্রী বীরেন সভাস্থলে আসার ঠিক আগেই উন্মত্ত জনতা হামলা চালায় বলে পুলিশের দাবি। অশান্তির জেরে শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যের বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। সরকারি সূত্রের খবর, স্থানীয় আদিবাসী ফোরামের নেতাদের নেতৃত্বে এই বিক্ষোভ হয়েছে বলে অভিযোগ।

মণিপুরের বিজেপি সরকারে বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ মূলত দু’টি। প্রথমত, রাজ্যের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল এবং জলাভূমির উপর বনবাসী জনজাতিদের চিরাচরিত অধিকার কেড়ে নেওয়া। দ্বিতীয়ত, রাজ্যের চার্চগুলির উপর ‘পরিকল্পিত আক্রমণের’ ঘটনা। যদিও রাজ্য সরকারের দাবি, রাজনৈতিক উস্কানির কারণেই এমন অশান্তির ঘটনা ঘটেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement