COVID-19

India Covid Bulletin: দেশ জুড়ে সংক্রমণ কমলেও বাড়ল সংক্রমণের হার, মৃত্যু হয়েছে ৫৭৩ জনের

এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের ৫.৪৬ শতাংশ। দেশ জুড়ে সুস্থতার হার কমে ৯৩.৩৩ শতাংশে দাঁড়িয়েছে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১০:৪৯
Share:

গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যু ৫৭৩ জনের। গ্রাফিক: শৌভিক দেবনাথ

মঙ্গলবার দেশে করোনা সংক্রমণ নেমেছিল তিন লক্ষের নীচে। তার পর থেতে তিন লক্ষের নীচেই রয়েছে করেোনার দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে দু’লক্ষ ৮৬ হাজার ৩৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা গত ২৪ ঘন্টায় ০.১ শতাংশ বৃদ্ধি পেলেও এখনও উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণের হার। বুধবার করোনার দৈনিক সংক্রমণের হার ছিল, ১৬.১৬ শতাংশ। কিন্তু বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৫৯ শতাংশ। সাপ্তানিক সংক্রমণের হার ১৭.৭৫ শতাংশ।

Advertisement

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনার কারণে দেশে মোট ৫৭৩ জন মারা গিয়েছেন যা বুধবারের তুলনায় কম। বুধবার করোনা আক্রান্ত হয়ে ৬৬৫ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে পৃথিবীর সব থেকে করোনাগ্রস্থ দেশ আমেরিকা। এর পরই রয়েছে ভারত। ভারতে এখনও পর্যন্ত মোট ৪ কোটি ৩ লক্ষ ৭১ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের ৫.৪৬ শতাংশ। দেশ জুড়ে সুস্থতার হার কমে ৯৩.৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

Advertisement

দেশে মোট ১৬৩ কোটি ৮৪ লক্ষ ৩৯ হাজার ২০৭ জনকে ইতিমধ্যেই করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ২২ লক্ষ ৩৫ হাজার ২৬৭ জনের।

ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অন্তত ৭২ শতাংশ সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন। একই সঙ্গে ১৫-১৮ বছর বয়সিদের প্রায় ৫২ শতাংশকে কোভিডের প্রথম টিকা দেওয়া হয়েছে।

পাশাপাশি দেশে মোট কোভিডের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৯১ হাজার ৭০০ জন। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৭৫৬ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৯ জনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement