COVID-19

লক্ষ্য দেশে টিকা উৎপাদন, ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার সঙ্গে আলোচনায় কেন্দ্র

শ্রিংলা বলেছেন, ভারত সকলের জন্য টিকা নিশ্চিত করতে অস্থায়ী ছাড়ের বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় আরও কয়েকটি দেশের সঙ্গে কাজ করছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ২১:৫০
Share:

ফাইল ছবি।

ভারতেই টিকা উৎপাদনের বিষয়ে ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার মতো বড় টিকা নির্মাতাদের সঙ্গে আলোচনা চলছে কেন্দ্রীয় সরকারের। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক স্বাস্থ্য অংশীদারি মঞ্চ’-এর একটি আলোচনা সভায় শ্রিংলা বলেন, ‘‘আমরা ফাইজার, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার মতো বড় টিকা নির্মাতাদের সঙ্গে সরবরাহ ও স্থানীয় ভাবে উৎপাদনের সম্পর্কে আলোচনা চালাচ্ছি। ভারতে আমরা স্পুটনিক-ভি টিকা আনার বিষয়েও সহায়তা করেছি।’’

Advertisement

শ্রিংলা বলেছেন যে ভারত সকলের জন্য টিকা নিশ্চিত করতে অস্থায়ী ছাড়ের বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় আরও কয়েকটি দেশের সঙ্গে আলাপ আলোচনা চলছে।

কোভিডের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বব্যাপী দক্ষতা তৈরির প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে এবং ভাইরাস যে বড় সমস্যাগুলির জন্ম দিয়েছে সে সম্পর্কে ভারতের অবস্থান জানিয়ে তিনি আরও বলেন, ‘‘আমরা ভারত বায়োটেকের তৈরি টিকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছি।’’ শ্রিংলা জানিয়েছেন, অতিমারি রুখতে প্রয়োজনীয় বিশ্বব্যাপী দক্ষতা তৈরির প্রক্রিয়ায় অংশ নেবে ভারত। এই বিষয়ে জি সেভেন, জি টোয়েন্টি, ব্রিকস, রাষ্ট্রসঙ্ঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইত্যাদি মঞ্চে আলোচনা চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement