Balurghat

Bansihari: না বলে আম পেড়েছিল, বাগান মালিকের বেধড়ক মারে প্রাণ গেল কিশোরের

দুই বন্ধু পালিয়ে গেলেও ধরা পড়ে যায় আসাদুর। তাকে মারধর করেন মোক্তারুল। মারের চোটে সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে আসাদুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ২১:৪১
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

না বলে আম পেড়েছিল সে। বন্ধুদের সঙ্গে নিছক মজারছলে। বন্ধুরা পালিয়ে গেলও ধরা প়়ড়ে যায় সে। বাগান মালিকের বেধড়ক মারধরে মৃত্যু হয় তার। মৃতের নাম আসাদুর রহমান (১২)। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলকুড়িয়া এলাকায়।

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, বুনিয়াদপুরের বেলকুড়িয়া এলাকার একটি আমবাগানে বৃহস্পতিবার দুই বন্ধুকে নিয়ে আসাদুর আম পাড়তে যায়। ঢিল ছুড়ে একটি আম পাড়ে। সেই সময় বাগান মালিক মোক্তারুল ইসলাম চলে আসেন। দুই বন্ধু পালিয়ে গেলেও ধরা পড়ে যায় আসাদুর। অভিযোগ, আম পাড়ার কারণে আসাদুরকে মারধর করেন মোক্তারুল। মারের চোটে সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে আসাদুর।

জানাজানি হতেই আসাদুরকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। বংশীহারী থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement