Corona Virus India

India Covid Bulletin: দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সামান্য বৃদ্ধি পেলেও দেশে কমছে করোনার প্রকোপ

সারা দেশে এখনও পর্যন্ত ১৮০ কোটি ২৩ লক্ষ করোনার টিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২২ হাজার ৪২৭ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ১১:১০
Share:

প্রতীকী ছবি।

বুধবারের তুলনায় সামান্য বাড়ল দেশের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৩৮ জন। যা বুধবার ছিল ১৭৭৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ০.২৯ শতাংশ।

দেশে প্রতিদিনই কমছে করোনার প্রকোপ। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আগামী ৩১ মার্চ থেকে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখা বাদে সমস্ত কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া হবে। গত ২৪ ঘণ্টায় দেশে যে ৬৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কেরলে মৃত্যু হয়েছে ৬১ জনের। তার মধ্যে আবার ৫৩ জনের আগেই করোনায় মৃত্যু হয়েছিল, কিন্তু তা এতদিন অনথিভুক্ত ছিল।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সারা দেশে এখনও পর্যন্ত ১৮০ কোটি ২৩ লক্ষ করোনার টিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২২ হাজার ৪২৭ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement