Rajnath Singh

‘রোটি-বেটি’র সম্পর্ক, কেউ ভাঙতে পারবে না, নেপাল নিয়ে মন্তব্য রাজনাথের

রাজনাথের মতে, রাস্তা নিয়ে দু’দেশের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে তা মিটে যাবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ১৪:২২
Share:

ভার্চুয়াল র‌্যালিতে বক্তৃতা রাজনাথ সিংহের। ছবি- পিটিআই

ভারতের এলাকা জুড়ে নিয়ে নেপালের নতুন মানচিত্রে সিলমোহর দিতে সংসদের নিম্নকক্ষে সংবিধান সংশোধন বিল পাশ করিয়েছে সে দেশের সরকার। কিন্তু এ নিয়ে নয়াদিল্লি যে আগের অবস্থানেই অনড় তা ফের এক বার স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর মতে, লিপুলেখে তৈরি হওয়া রাস্তা ভারতীয় ভূখণ্ডের মধ্যেই। তবে তিনি এ-ও বলেছেন, রাস্তা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে তা মিটে যাবে বলে আশাপ্রকাশ করেছেন রাজনাথ। দু’দেশের সম্পর্ক ‘রোটি-বেটি’র বলেও আখ্যা দিয়েছেন তিনি।

Advertisement

সোমবার জম্মু-র বাসিন্দাদের উদ্দেশে ‘জন সংবাদ’ র‌্যালি করেন রাজনাথ সিংহ। সেখানে তিনি বলেন, ‘‘ভারত ও নেপালের সম্পর্ক সাধারণ নয়। দুটি দেশ ‘রোটি-বেটি’-র সম্পর্কে আবদ্ধ এবং কোনও শক্তিই সেই সম্পর্ককে ভাঙতে পারবে না।’’ সম্প্রতি লিম্পিয়াধুরা, লিপুলেখ গিরিপথ এবং কালাপানি অঞ্চলকে নেপালের অংশ হিসেবে দেখিয়ে দেশের পার্লামেন্টের নিম্নকক্ষে সংবিধান সংশোধন বিল পাশ করিয়েছে নেপাল। দিল্লির বক্তব্য, ভারতের প্রায় ৪০০ বর্গ কিলোমিটার এলাকাকে নতুন মানচিত্রে নিজেদের বলে দাবি করেছে প্রতিবেশী দেশটি। পাশাপাশি এ-ও বলা হয়েছে, কাঠমান্ডুর এই দাবির কোনও ঐতিহাসিক ভিত্তিই নেই। এই প্রসঙ্গেই এ দিন রাজনাথ বলেন, ‘‘রাস্তা নিয়ে আমাদের প্রতিবেশী নেপালের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) লিপুলেখে যে রাস্তা তৈরি করেছে তা নিশ্চিত ভাবেই ভারতীয় ভূখণ্ডের মধ্যে।’’

ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে রাজনাথ আরও বলেন, ‘‘আমাদের মধ্যে সামাজিক, ভৌগোলিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক, এমনকি আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক হল রোটি-বেটি। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, নেপালের জন্য ভারতীয়দের মধ্যে কোনও তিক্ততা নেই। এই সম্পর্ক গভীর। আমরা আলোচনার মাধ্যমেই এই বিষয়গুলি সমাধান করব।’’

Advertisement

আরও পড়ুন: ‘আত্মহত্যা নয়, খুন হয়েছে সুশান্ত’, বিস্ফোরক অভিনেতার মামা

লিপুলেখে চিন সীমান্ত পর্যন্ত সম্প্রতি সড়ক তৈরি করেছে ভারত যা সমরকৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ। গত মে-র শুরুর দিকে লিপুলেখ হয়ে মানস সরোবর যাত্রার জন্য ৮০ কিমি ওই রাস্তার উদ্বোধন করেন রাজনাথ। ভারতের দাবি, চিনের প্ররোচনাতেই ওলি সরকার এই পদক্ষেপ করছে। এর মধ্যেই বিতর্ক চরমে ওঠে নেপাল পুলিশের গুলিতে ভারতীয় কৃষকের মৃত্যুতে। বিতর্ককে দূরে সরিয়ে রেখেই দু’দেশের সম্পর্কের দীর্ঘ ইতিহাস এ দিন স্মরণ করিয়ে দিয়েছেন রাজনাথ। একই সঙ্গে সীমান্ত নিয়ে নয়াদিল্লির অবস্থানও ফের এক বার স্পষ্ট করে দিয়েছেন কাঠমান্ডুর কাছে।

আরও পড়ুন: এ বার চালু হতে পারে লোকাল ট্রেন, যাত্রী সুরক্ষায় থাকবে বিধিনিষেধও​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement